ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৮ নবেম্বর থেকে শুনানির জন্য গণবিজ্ঞপ্তি জারি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বিইআরসি

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ অক্টোবর ২০১৯

  বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বিইআরসি

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাব পাওয়ার পর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৮ নবেম্বর থেকে দাম বৃদ্ধির শুনানি করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। বিইআরসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৮ নবেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাইকারি, খুচরা বিদ্যুতের মূল্যহারের পাশাপাশি সঞ্চালন মাসুল পরিবর্তনের জন্য শুনানি হবে। ইতোমধ্যে পাইকারি ও খুচরা উভয় প্রকার বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছে। কমিশন সভায় আবেদন গ্রহণের পর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। পাইকারি ও বিদ্যুতের সঞ্চালন মাসুল বৃদ্ধির প্রস্তাব নিয়ে ২৮ নবেম্বর শুনানি হবে। এদিন সকাল দশটা থেকে পিডিবির পাইকারি বিদ্যুতের দাম এবং বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত পিজিসিবির সঞ্চালন মাসুল বৃদ্ধির প্রস্তাব নিয়ে শুনানি হবে। খুচরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির শুনানি শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ দিন পিডিবির খুচরা বিদ্যুতের দাম নিয়ে সকাল ও বিকেলে নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রস্তাব নিয়ে শুনানি হবে। একইভাবে ২ ডিসেম্বর সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং বিকেলে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রস্তাব নিয়ে শুনানি শুরু হবে। শুনানির শেষ দিন ৩ ডিসেম্বর। সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) আর বিকেলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুতের দামের শুনানি হবে। গত ১৯ নবেম্বর বিদ্যুত উৎপাদনে আগামী বছর ’২০ সালে আট হাজার ৬০৮ কোটি টাকা লোকসান হবে উল্লেখ করে বিইআরসির দ্বারস্থ হয় পিডিবি। বিইআরসিকে মূল্য বৃদ্ধি অথবা সরকারের কাছ থেকে ভর্তুকি দিয়ে বিদ্যুত উৎপাদনে ঘাটতি মেটানোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে তারা। উল্লেখ্য, সরকার প্রতি বছরই বিদ্যুত উৎপাদনে বড় রকমের ভর্তুকি দেয়। এ অর্থ বছরও ৯ হাজার কোটি টাকা উৎপাদন পর্যায়ে ভর্তুকি দিচ্ছে। পিডিবির পাইকারি দর বৃদ্ধির প্রস্তাবের পরই বিতরণ প্রতিষ্ঠানগুলো মূল্য বৃদ্ধির আবেদন করে।
×