ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ মাসের শেষেও ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

প্রকাশিত: ১০:০৯, ২৬ অক্টোবর ২০১৯

  এ মাসের শেষেও ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবর মাসের শেষে এসেও ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চলতি বছরে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। শুক্রবারও সারাদেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল আট শতাধিক। চলতি মাসে প্রতিদিন গড়ে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটেছে। সরকারী পরিসংখ্যানে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জন হলেও বেসরকারী হিসেবে তিন শতাধিক। রাজধানীতে নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও ঢাকার বাইরে বেড়েই চলেছে। গ্রামাঞ্চলে এডিস মশা নিধনের পদ্ধতির বিষয়টি ভাবতেই পারেনি সংশ্লিষ্টরা। আর রাজধানীতেও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও তেমন দৃশ্যমান হচ্ছে না। বৃহস্পতিবারও সারাদেশে প্রায় এক হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকে। মৃত্যু ও নতুন আক্রান্তের সংখ্যা অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে আশঙ্কামুক্ত হতে পারছেন না ঢাকাবাসী। ডেঙ্গু নিয়ন্ত্রণ যেন প্রকৃতির ওপর ছেড়ে দেয়া হয়েছে বলে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে ১৮৬। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৭০ এবং ঢাকার বাইরে ১১৬। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ৮৬৬ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৮৬ জন এবং ঢাকার বাইরে ৪৮০ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪৮ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৭১ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ৮০ জন, চট্টগ্রামে বিভাগে ১১৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, বরিশালের ৬ জেলায় ৬৩ জন, সিলেট বিভাগের ৪ জেলায় ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তামানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৭ জন, রাজারবাগের পুলিশ হাসপাতালে ৪ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে নতুন রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
×