ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে অনিশ্চিত তামিম

প্রকাশিত: ১২:৩৬, ২৫ অক্টোবর ২০১৯

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে অনিশ্চিত তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ভারত সফরের টি২০ দল ঘোষণা হয়ে গেছে আগেই। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলেননি বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে বিশ্রামে ছিলেন। নিজেকে ফিরে পেতে চেষ্টা করেছেন। এজন্য জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম রাউন্ডও খেলেছেন। কিন্তু দ্বিতীয় রাউন্ড খেলার আগেই পাঁজরে ব্যথা পান। শুরুতে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলায় কোন অনিশ্চয়তা নেই, এমনটি ধারণা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার জানা গেল, তামিম ভারত সফরের টি২০ সিরিজে অনিশ্চিত হয়ে পড়তে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তামিমের ইনজুরি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। দেবাশীষের কথাতেই তামিমের টি২০ সিরিজ খেলা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি ফুটে উঠেছে। তিনি বলেন, ‘তামিমের ইনজুরিটা আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি। তার যেহেতু পাঁজরে একটা ইনজুরি আছে, তাই এটা সারতে একটু সময় লাগবে। আপাতত তামিমকে ব্যথা বাড়ে এমন কাজ করতে নিষেধ করা হয়েছে। শুক্রবার ক্যাম্পে যোগ দিলে আবার দেখতে পারব তামিমকে। এরপর আমরা ওর পরবর্তী মুভমেন্টটা ঠিক করব। ওকে রেস্ট দেব, নাকি অনুশীলন চালিয়ে যেতে পারবে।’ এনসিএলের প্রথম রাউন্ড ভালভাবেই খেলেন তামিম। নিজেকে ফিরে পেতে, ভারত সফরের আগে রানে ফিরতে চেষ্টা করেছেন। দ্বিতীয় রাউন্ডেও তার খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর দিন সকালেই পাঁজরে ব্যথা অনুভূত হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে আর খেলতে নামেননি। তামিমের যে ইনজুরি তা সারতে সময় লাগবে। ভারত সফরে টি২০ সিরিজ শুরু হতে এখন ৯দিন বাকি। কয়েকদিন বিশ্রামে থাকবেন তামিম। এরপর ব্যাট হাতে নিতে পারবেন। তার মানে এই নয়দিনে সেরে ওঠা সম্ভব নয়। তাতেই তো বোঝা যাচ্ছে, ভারত সফরের টি২০ সিরিজে থাকতে পারবেন না তামিম? দেবাশীষ বলেন, ‘আমরা শেষবার যখন ওর অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম, তখন ওর ব্যথা ছিল এবং ব্যাটিং করার মতো ফিট ছিল না। এসব ক্ষেত্রে সাধারণত চার-পাঁচ দিনে ব্যথাটা কমে যায়। শুক্রবার ক্যাম্পে আসলেই মূলত পরবর্তী সিদ্ধান্ত নেয়া যাবে। ব্যথা বেশি হলে প্রথম কিছুদিনের জন্য ওকে একটু সতর্ক থাকতে হবে। ব্যথা একেবারে না কমলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। তখন ভারতের বিপক্ষে সিরিজ না খেলারও সম্ভাবনা রয়েছে।’ শুধু ইনজুরি সমস্যাই যে তামিমের সামনে এসে দাঁড়িয়েছে তা নয়। পারিবারিক সমস্যাও আছে। তামিম ইকবালের সহধর্মিণী আয়েশা ইকবাল। তিনি দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা। যদি ইনজুরি পুরোপুরি টি২০ সিরিজের আগে সেরেও যায়, সন্তানসম্ভবা স্ত্রীর সামনে তামিমকে থাকতে হবে। এজন্যও টি২০ সিরিজ নাও খেলতে পারেন তামিম। যদিও এখন নিশ্চিত নয় বিষয়টি। তবে স্ত্রীর শারীরিক অবস্থা বোঝার জন্য ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টের ওপরই তামিম সামনের দিনগুলোতে কি করবেন, তা বোঝা যাবে। যদি স্ত্রীর সামনে থাকতে হয় সিরিজ চলাকালে তাহলে ব্যাংককে থাকবেন তামিম। পরে টেস্ট সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
×