ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালমা-রুমানাদের উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানে

প্রকাশিত: ১২:৩৫, ২৪ অক্টোবর ২০১৯

সালমা-রুমানাদের উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানে

স্পোর্টস রিপোর্টার ॥ বেতনভাতাসহ বিভিন্ন ইস্যুতে দেশে আন্দোলন করছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। তার মাঝেই পাকিস্তান সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরশু লাহোর বিমানবন্দরে পৌঁছালে সালমা খাতুন-রুমানা আহমেদদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তারা। নিরাপত্তা ইস্যুতে একাধিকবার বাংলাদেশ পুরুষ দলের সফর বিলম্বিত হওয়ায় মেয়েদের এই সফর পাকিস্তান ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি শ্রীলঙ্কা দল সেখানে নির্বিঘেœ ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী দলের এই সফর চূড়ান্ত করে। সালমার নেতৃত্বে তিন ম্যাচের টি২০ এবং রুমানার অধীনে দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী দল। পাকিস্তান সফরে যে কোন দেশের জন্য নিরাপত্তা সবসময় বড় ইস্যু। বাংলাদেশ সরকারের সবুজ সঙ্কেত পেয়েই এই সফর চূড়ান্ত করে বিসিবি। সফরে বাংলাদেশের টি২০ দলকে সালমা খাতুন আর ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ। মূল দলে জায়গা হয়নি পরীক্ষিত পারফরমার নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের। দু’জনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। আগামী ২৬ অক্টোবর প্রথম টি২০ ম্যাচ দিয়ে শক্তিশালী পাকিস্তানের সঙ্গে মাঠের লড়াই শুরু বাংলাদেশের মেয়েদের। পরের দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর। ওয়ানডে ২ ও ৪ নবেম্বর। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
×