ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবদের আন্দোলন নিয়ে বিশ্ব মিডিয়া যা বলছে!

প্রকাশিত: ১২:৩১, ২৪ অক্টোবর ২০১৯

সাকিবদের আন্দোলন নিয়ে বিশ্ব মিডিয়া যা বলছে!

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার পারিশ্রমিক বাড়ানোসহ এগারো দফা দাবি নিয়ে আন্দোলন ডাক দেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বাস্তবতার নিরিখেই ক্রিকেট এখন দেশের জনপ্রিয় খেলা। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, এশিয়া থেকে আফ্রিকাÑ ক্রিকেট বোঝেন এমন সব কিশোর-তরুণদের কাছে সাবিক আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান এখন পরিচিত মুখ। স্বভাবতই হঠাৎ করে টালমাটাল টাইগার ক্রিকেটের খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হচ্ছে। শুধু পাশের দেশ ভারতে নয়, ডয়েচ ভেলে, আলজাজিরা, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের অনেক প্রভাবশালী ও নামকরা সংবাদমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রচার করছে। এ নিয়ে কথা বলেছেন বুধবারই ভারতীয় ক্রিকেটের (বিসিসিআই) প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া সৌরভ গাঙ্গুলী। সাকিবদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (ফিকা)। দাবি-দাওয়া না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্রিকেটাররা। বর্জন করেন সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। হুমকির মুখে পড়ে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন ভারত সফর। চলমান জাতীয় ক্রিকেট লীগ স্থবির হয়ে পড়ে। বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। জার্মানির প্রভাবশালী গণমাধ্যম ডয়েচে ভেলে শিরোনামে লিখেছে- ‘বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণা।’ এ নিয়ে তিনটি পৃথক সংবাদ পরিবেশন করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। সর্বপ্রথম ওয়ানডে অধিনায়ক মাশরাফির অবস্থান নিয়ে খবর প্রচার করে তারা। পরে এ নিয়ে আপডেট দেয় সংবাদমাধ্যমটি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শিরোনামে লিখেছে- ‘বেতন বাড়ানোর দাবি নিয়ে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা।’ মার্কিন ক্ষমতাশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে- ‘বাংলাদেশী ক্রিকেটাররা ধর্মঘটে, শঙ্কায় ভারত সফর’। নবেম্বরে তিনটি টি২০ ও দুটি টেস্ট খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। উদ্বেগ প্রকাশ করেছে দ্য হিন্দু। প্রতিবেশী দেশ ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম পিটিআই তাদের খবরে বলেছে, ‘বাংলাদেশের ক্রিকেটারদের সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতন বৃদ্ধিসহ দাবি দাওয়া না মানলে তারা যে কোন ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে বয়কটের এ ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহীমের মতো ক্রিকেটাররা। সেখানে প্রায় ৫০ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন।’ সাকিবদের এ কার্যক্রমকে ‘ক্রিকেট পাগল বাংলাদেশে গুরুত্ববহ’ বলে আখ্যা দিয়েছে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। ডেইলি মিররের শ্রীলঙ্কান সংস্করণ ভারত-বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে শঙ্কা জানিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য ডনও। ক্রিকেটারদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সংগঠন ‘ফিকা’ ক্রিকেটারদের ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচার নিয়ে ক্ষুব্ধ। সংগঠনটি শীঘ্রই লন্ডনে সভায় বসতে চাচ্ছে। সদ্য দায়িত্ব পাওয়া ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী অবশ্য আশাবাদী, দ্রুতই সমস্যার সমাধান হবে এবং সময়মতো বাংলাদেশ ভারত সফর করবে।
×