ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মনোবল ভেঙ্গে গেছে ডু প্লেসিসের!

প্রকাশিত: ১১:৫৮, ২৩ অক্টোবর ২০১৯

মনোবল ভেঙ্গে গেছে ডু প্লেসিসের!

স্পোর্টস রিপোর্টার ॥ ১-১এ টি২০ সিরিজ ড্র করার পর অনেকে ভেবেছিলেন ভারতকে ছেড়ে কথা বলবে না দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তমের প্রথম টেস্টে ২০৩ রানের বড় ব্যবধানে হারলেও ম্যাচ শেষদিনে নিয়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু এরপর কী হলো? পুনে ও রাঁচিতে টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হার। প্রথমে ইনিংস ও ১৩৭ রান, পরে ইনিংস ও ২০২ রানে হার। ১৯৯২ সালের (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) পর এই প্রথম টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারল প্রোটিয়ারা। সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের কাছে ‘হোয়াইটওয়াশ’। রোহিত শর্মা, বিরাট কোহলি, মায়ঙ্কা আগারওয়াল, অজিঙ্কা রাহানেদের ব্যাটিং তাদের মনোবল পুরোপুরি ভেঙ্গে দিয়েছে বলে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। তিনি বলেন, ‘কোহলির এই ভারত অপ্রতিরোধ্য। ঘরের মাটিতে প্রতিটি ম্যাচে ওদের ব্যাটিংয়ের শুরুতেই আমাদের মনোবল ভেঙ্গে দিয়েছে। আগে যেখানে সবাই ওদের স্পিন নিয়ে ভাবত সেখানে এবার ভারতের পেসাররাও ছিল সমান বিধ্বংসী।’ তিনি আরও যোগ করেন, ‘এমন হার মেনে নেয়া সবসময়ই কঠিন। তবে আমাদের এই দলের অধিকাংশ ক্রিকেটার বয়সে তরুণ। ওদের আরেকটু সময় দিতে হবে। আমার বিশ্বাস ওরা দশ-১৫টা করে টেস্ট খেললেই ইতিবাচক পরিবর্তন চোখে পড়বে।’ রোহিত-কোহলিরা যেখানে রানের বন্যা বইয়ে দিয়েছেন সেখানে সফরজুড়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক নিজেও ছিলেন ভীষণ রকমের ব্যর্থ। এক রাঁচি টেস্টে একইদিনে দু’বার আউট হয়েছেন ডুপ্লেসিস। সোমবার তৃতীয়দিন সকালে প্রথম ইনিংসে বোল্ড হন উমেশ যাদবের অসাধারণ ডেলিভারিতে। চার নম্বরে নেমে করেন মাত্র ১। ফেরেন নবম বলে। আর দুপুরে ফলো অনের পরে দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির বলে এলবিডব্লিউ। এবার আয়ু ১০ বল। ফিরলেন ৪ রানে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। তিন টেস্টের ছয় ইনিংসে করেছেন মোটে ১৪২ রান। গড় ২৩.৬৬। পঞ্চাশের গি পেরিয়েছেন দু’বার। কিন্তু কোনবারই তা তিন অঙ্কের রানে টেনে নিতে পারেননি। দলের বিপদের সময় কখনই চওড়া হয়ে ওঠেনি তার ব্যাট। নির্ভরতা দিতে পারেননি। ডুপ্লেসিস যখন চোখে সর্ষেফুল দেখছেন তখন নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট ভারত অধিনায়ক বিরাট কোহলি, ‘ঘরের মাঠে এবার পেসাররা যে বোলিং করেছে তাতে খুশি না হয়ে উপায় নেই। আমরা সততার সঙ্গে নিজেদের কাজটা করে যাচ্ছি। উইন্ডিজ সফরের পর পাওয়া এ সাফল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা নিয়ে আমি সন্তুষ্ট। বিশ্বসেরা হতে গেলে আপনাকে বহুমুখী হতেই হবে। ভারতের এই দলটা বিশ্বের যে কোন প্রান্তে যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’
×