ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্তের শূন্য রেখায় রাতের আঁধারে বিএসএফের কাঁটাতারের বেড়া

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ অক্টোবর ২০১৯

সীমান্তের শূন্য রেখায় রাতের আঁধারে বিএসএফের কাঁটাতারের বেড়া

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। রাতের আঁধারে বেড়া নির্মাণ করলেও মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিষয়টি এলাকাবাসী ও বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) নজরে আসে। ভারতের কোচবিহার জেলার বসকোটাল ৩৮ বিএসএফ ব্যাটালিয়ন উপজেলার খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৯৩৪ এর বিপরীতে ভারতের করলা এলাকার কুর্শাহাট-দিনহাট পাকা সড়কের পাশে দেড় শ’ গজের মধ্যে এ নির্র্মাণ কাজ চালায়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল অব্যাহত আছে। ওই সীমান্তের অধিবাসী মাজম আলি ও রাজু মিয়া জানায়, বিএসএফ গভীর রাতে সীমান্তে স্ট্রিলের পাইপ, ব্লেট, কাঁটাতার ও কংক্রিটের সিঁড়ি এনে গোপনে বেড়া নির্মাণ করে ভোরে এলাকা ত্যাগ করে। বিষয়টি বিজিবিকে জানাই। জানা গেছে, ওই সীমান্তের ওপারে (ভারত অংশে) নীলকোমল নদী ও একটি পাকা রাস্তার কারণে ভারত নিয়ম মেনে এক কিলোমিটার এলাকা ফাঁকা রাখে। ফলে এ এলাকা হয়ে ওঠে গরু, মানব ও মাদক পাচারের প্রধান রুট। পরবর্তীতে বিএসএফ-বিজিবির সমঝোতায় বিএসএফ শূন্য রেখায় ৩-৫ ফুট বাঁশের বেড়া দিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
×