ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইডেন টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে গাঙ্গুলীর আমন্ত্রণ!

প্রকাশিত: ১১:৩৭, ১৮ অক্টোবর ২০১৯

ইডেন টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে গাঙ্গুলীর আমন্ত্রণ!

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথমবারের মতো টেস্ট হবে। ২২ নবেম্বর টেস্ট ম্যাচটি শুরু হবে। এ টেস্ট ম্যাচ দেখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন গাঙ্গুলী, এমন রিপোর্টই কলকাতার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, এই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নবেম্বর ইডেনে হবে সেই টেস্ট। যেখানে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান সেই স্মরণীয় মুহূর্ত। শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোন উত্তর না এলেও মনে করা হচ্ছে যে কোন মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন। আগ্রহ তৈরি হয়েছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে আগ্রহ বেড়েই চলেছে। শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে চলেছেন, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের কেউ কেউ বুধবার রাতে জানিয়েছেন, এসব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরই অতিথিদের তালিকা তৈরি হয়। সৌরভও এপার বাংলার মতোই ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই তার অভিযান শুরু হয়েছিল। সেই টেস্টে জিতেছিল ভারত। ফলে তিনিও এই টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে চান। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সঙ্গে রাখতে চান। কিন্তু সত্যিই কী আমন্ত্রণ মিলেছে? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে সাংবাদিকদের নিশ্চিত কিছু বলতে পারেননি। তিনি বলেছেন, ‘সৌরভের সঙ্গে আমার কথা হয়েছে। আমন্ত্রণ দেয়ার কথা। তবে প্রধানমন্ত্রীর কাছে সেটা পৌঁছেছে কিনা ঠিক জানি না।’ ইডেন গার্ডেন্সে এর আগে একটি ওয়ানডে (১৯৯০ সালে) ও দুটি টি২০ (২০১৬ সালে) খেলেছে বাংলাদেশ। কিন্তু টেস্ট এখনও খেলা হয়নি। এবার হবে। প্রথমবারের মতো ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি হবে ইডেন গার্ডেন্সে। সৌরভের আমন্ত্রণে এখন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি যদি উপস্থিত হন ইডেনে, নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বেই সেটি অনেক বড় ঘটনা হয়ে হাজির হবে।
×