ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে পূর্ত মন্ত্রণালয়ের পরিপত্র

প্রকাশিত: ১২:১২, ১১ অক্টোবর ২০১৯

প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে পূর্ত মন্ত্রণালয়ের পরিপত্র

স্টাফ রিপোর্টার ॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণকল্পে বিভিন্ন অনুশাসন সংবলিত পরিপত্র জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার বিকেলে এ পরিপত্র জারি করা হয়। এ পরিপত্রের মাধ্যমে মোট ১৪টি অনুশাসন অনুসরণের জন্য আওতাধীন সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনুশাসনসমূহ হচ্ছে, নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন তৃতীয় পক্ষ দ্বারা বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা অর্থাৎ পরিবেশগত, সামাজিক ও কারিগরি প্রভাব এবং অর্থনৈতিক বিশ্লেষণসহ আনুষঙ্গিক কার্যক্রম আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। স্থাপনা নির্মাণ সংক্রান্ত প্রকল্পসমূহের ক্ষেত্রে কারিগরি পরীক্ষা যেমনÑ মৃত্তিকা পরীক্ষা, সাইট নির্বাচন সংক্রান্ত তথ্যাদি ডিপিপিতে সংযুক্ত করতে হবে। বিশেষ কারণ ছাড়া চলমান প্রকল্পের ব্যয়, মেয়াদ বৃদ্ধি, আন্তঃঅঙ্গ সমন্বয় এবং প্রকল্প সংশোধন করা যাবে না। জরুরী প্রয়োজন হলে মন্ত্রণালয়ের একজন দায়িত্ববান কর্মকর্তা সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্পের ড্রয়িং ও ডিজাইন চূড়ান্ত করে মোট ব্যয় প্রাক্কলনের পর প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াকরণ করতে হবে। তার পূর্বে কোন অবস্থাতেই ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা যাবে না। প্রকল্পের আইটেমের পরিমাণ এবং আইটেম অনুযায়ী প্রাক্কলিত ব্যয়ের সঠিকতা ও যথার্থতা সংস্থা প্রধান এবং সংস্থা প্রধান মনোনীত উর্ধতন এক কর্মকর্তা যৌথভাবে প্রত্যয়িত হতে হবে। অপরদিকে গ্রেফতার হওয়া আলোচিত ঠিকাদার জি কে শামীমের প্রতিষ্ঠান মেসার্স জিকে বিল্ডার্স একক/যৌথভাবে বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দিয়ে গণপূর্ত অধিদফতরকে পত্র দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিকে বিল্ডার্স কর্তৃক একক/যৌথভাবে বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দিয়ে গণপূর্ত অধিদফতরকে পত্র দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় এ পত্র জারি করে। এ পত্রের মাধ্যমে গণপূর্ত অধিদফতরের আওতাভুক্ত প্রকল্পসমূহে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিকে বিল্ডার্স কর্তৃক একক/যৌথভাবে বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহের ক্ষেত্রে পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি যথাযথভাবে অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য গণপূর্ত অধিদফতরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
×