ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৪, ৯ অক্টোবর ২০১৯

  খুলনায় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে হৃদয় শেখ (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার সিকিরহাট গ্রামের ভৈরব নদে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে নয়টায় ফায়ার ব্রিগেডের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। হৃদয় ফুলতলার পয়গ্রামের স’মিল শ্রমিক শেখ জহিরুল ইসলাম জনির ছেলে এবং ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হৃদয় শেখ বন্ধুদের সঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জন দেখার জন্য ইঞ্জিনচালিত একটি ট্রলারে সিকিরহাট গ্রামের ভৈরব নদে যায়। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অপর আরেকটি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে হৃদয় শেখসহ তিনজন নদীতে পড়ে যায়। দু’জন সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও হৃদয় পানিতে ডুবে যায়। খবর পেয়ে খুলনা থেকে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে নয়টার দিকে তার লাশ উদ্ধার করে। ফায়ার ব্রিগেডের ডিএডি বুলবুল জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভৈরব নদী থেকে হৃদয় শেখের লাশ উদ্ধার করা হয়েছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম হৃদয় শেখের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
×