ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এমন হারের কারণ খুঁজছে পাকিস্তান

প্রকাশিত: ১২:১৭, ৯ অক্টোবর ২০১৯

এমন হারের কারণ খুঁজছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। দীর্ঘ দশ বছরে করাচীতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছিল সরফরাজ আহমেদের দল। সেই তারাই টি২০তে বেসমাল। টানা দুই ম্যাচে ৬৪ ও ৩৫ রানের হারে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানের জন্য এমন হার হজম করা সত্যি কঠিন। তার ওপর লাসিথ মালিঙ্গাসহ নিয়মিত ক্রিকেটারদের ছাড়া শ্রীলঙ্কার এটি অনেকটা দ্বিতীয় সারির দল। টি২০ বিশ্বকাপের এক বছরও বাকি নেই। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করায় উমর আকমল ও আহমেদ শেহজাদের মতো অভিজ্ঞদের ফেরানো হয়েছে। সিরিজে এ পর্যন্ত দু’জনই চরম ব্যর্থ। অধিনায়ক সরফরাজ টিকে থাকার দ্বিতীয় ম্যাচে হারের কারণ খুঁজলেও প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হক জানিয়েছেন, দু’একটি পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও এমন বিপর্যয়ের আসলে কোন ব্যাখ্যা থাকতে পারে না। অস্ট্রেলিয়া সফরে পরের সিরিজের অপেক্ষায় তিনি। লাহোরে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ টি২০ আজ। অধিনায়ক সরফরাজ বলেন, ‘টি২০তে আমরা মোটেই ভাল করিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগে প্রতিপক্ষ আমাদের বিট করেছে। শ্রীলঙ্কা ভাল খেলে জিতেছে। তারা ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। কিন্তু আমরা সেটা পারিনি। এ রান চেজ করে জেতা উচিত ছিল। আমাদের একাধিক ব্যাটসম্যান রানআউট হয়ে ফেরায় সেটি সম্ভব হয়নি। আর পুরনো যারা ফিরেছে তারা ঘরোয়া ক্রিকেটে ভাল করেই এসেছে। এখন শেষ ম্যাচে জিতে ব্যবধান কমাতে চাই।’ পরশু ম্যাচের নায়ক ভানুকা রাজাপাক্সের (৪ চার ও ৬ ছক্কায় ৪৮ বলে ৭৭) দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে দাশুন শানাকার শ্রীলঙ্কা। জবাবে ৮ ওভারের মধ্যে মাত্র ৫২ রানে টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। ১ ওভার আগেই অলআউট হয় ১৪৭ রানে। শেষদিকে স্রোতের বিপরীতে আসিফ আলী (২৭ বলে ২৯) ও ইমাদ ওয়াসিম (২৯ বলে ৪৭) হারের ব্যবধান কামিয়েছেন কেবল। নিজেদের টি২০ ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের লজ্জা থেকে দলকে বাঁচাতে পারেননি। টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে ঘরের মাটিতে পাকিস্তান ভাল করবে অনেকে এমনটা ধরেই নিয়েছিল। কিন্তু শানাকার নেতৃত্বে তারুণ্যনির্ভর সফরকারী লঙ্কানরা সরফরাজদের চমকে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল। একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তান ক্রিকেটে ক্ষমতার আধার হিসেবে আবির্ভূত মিসবাহ এখন পরের সিরিজের দিকে তাকিয়ে, ‘ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর টি২০তে এমন বাজে হারের কোন ব্যাখ্যা থাকতে পারে না। সিরিজে আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারিনি। আমি এখন অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে আছি। বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি সঠিক কম্বিনেশন গড়ে তুলতে পারব।’ আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। আর আগামী মাসেই সেখানে টি২০ সিরিজ খেলতে যাবে সরফরাজ-মিসবাহর পাকিস্তান। পাকিদের জন্য যেটা অনেক গুরুত্বপূর্ণ।
×