ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিনজনকে জরিমানা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে হোটেল ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: ১১:৪৮, ৮ অক্টোবর ২০১৯

 গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে হোটেল ব্যবসায়ীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুরে এক হোটেল ব্যবসায়ীকে সোমবার এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি খাবার হোটেল ও একটি আবাসিকের মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইনসহ দুশতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, সদর উপজেলার হোতাপাড়া এলাকার কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোতাপাড়া এলাকার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে ‘কুমিল্লা মায়ের দোয়া হোটেল’ মালিক সোলায়মান প্রধানকে ৫০ হাজার টাকা, ‘হোটেল আল মক্কা’র মালিক আব্দুল আওয়াল প্রধানকে ৫০ হাজার টাকা এবং কাওছার মঞ্জিলের মালিক আব্দুস ছাত্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মোহাম্মদীয়া রেস্তরাঁর মালিক এমএ বাতেন মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে ২২০টি বাণিজ্যিক চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় প্রায় পাঁচ কিমি দীর্ঘ অবৈধ লাইনসহ দুশতাধিক হোটেল ও বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) উপব্যবস্থাপক প্রকৌ. শবিউল আওয়াল, প্রকৌ. আব্দুল আলিম রাসেল ও প্রকৌ. সৈয়দ আবু সুফিয়ান, সহকারী ব্যবস্থাপক রেজাউল হক, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌ. মোঃ সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন ও আসাদুল্লাহ কায়সারসহ তিতাস গ্যাস ও প্রশাসনের প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×