ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুয়েটে আবরার হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪৫, ৮ অক্টোবর ২০১৯

বুয়েটে আবরার হত্যার  প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধনে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। হত্যার বিচার করা হয় না ঠিকমতো। বেশিরভাগই জনগণকে বুঝ দেয়ার জন্য বিচার করা হচ্ছে। দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ভারতের সঙ্গে নতজানু চুক্তি করে সরকার দুর্বল পররাষ্ট্রনীতির পরিচয় দিয়েছে। আবার এর বিরুদ্ধে কথা বলতে গেলে মেধাবী শিক্ষার্থীদের নির্মমভাবে খুন, গুম করা হচ্ছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন কর্তৃক পরিচালিত এই হত্যাকান্ড প্রমাণ করে দেশে গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। রাষ্ট্রের সব পর্যায়ের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে আমাদের সকলকে জেগে উঠতে হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, দেশের বেশিরভাগ শিক্ষর্থীর কাছে কাক্সিক্ষত বিশ^বিদ্যালয়ের একজন আবরার খুন হলো একই বিশ্ববিদ্যালয়ের আরেক দল শিক্ষার্থীর দ্বারা। এই পরিণতি মেনে নেয়া যায় না। আবরারের সর্বশেষ ফেসবুক পোস্টে আমরা দেখতে পাই, সে বাংলাদেশ সরকারের ভারততোষণ নীতির যৌক্তিক সমালোচনা করেছে। দেশের স্বার্থের পক্ষে যুক্তিপূর্ণ মতামত প্রকাশ করতে গিয়ে খুন হতে হলো আবরারকে। আর ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগ নিজেদের আরও একবার প্রমাণ করল খুনী সংগঠন হিসেবে। এই অপশক্তির দৌরাত্ম্য হতে ক্যাম্পাসগুলোকে মুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সর্বাত্মক আন্দোলন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, রাষ্ট্রীয় ফ্যাসিবাদ,বিরুদ্ধ মত দমন,নিপীড়ন,গুম,খুনের সর্বশেষ বলির শিকার আবরার। সরকারের ভুলনীতি,সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চুক্তির প্রতিবাদ করতে গিয়েই আবরারকে খুন হতে হয়েছে। শুধু বিচার করেই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, লক্ষ শহীদের রক্তে কেনা এমন স্বাধীনতা আমরা পেলাম যেখানে মুক্ত চিন্তার কোন দাম নেই। আজ শিবির সন্দেহে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ফেলেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমার প্রশ্ন এই অধিকার তাদের কে দিয়েছে? আমরা দ¦্যর্থহীন কণ্ঠে বলতে চাই-যে সংগঠন এখনও রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ নয় সে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কেউ কাউকে হত্যা করতে পারে না। প্রয়োজনে রাষ্ট্র নিষিদ্ধ করবে,বিচার বিভাগ বিচার করবে কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠন কাউকে হত্যা করতে পারে না। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরিশেষে বক্তারা আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×