ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রনির তোলপাড়ে তিন তারকা

প্রকাশিত: ০৭:১৭, ৮ অক্টোবর ২০১৯

 রনির তোলপাড়ে তিন তারকা

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ টিভি নাটকে এবং চলচ্চিত্রে সমানতালে অভিনয় করছেন। তবে ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যাপারে একটু বেশিই সচেতন তিনি। ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে গল্পটা ভাল হওয়া তার কাছে যেমন জরুরী ঠিক তেমনি তার চরিত্রটিও তার কাছে ভাললাগার মতোই হতে হবে। নতুন ধারাবাহিক ‘তোলপাড়’-এ দুটো বিষয়ের সমন্বয় আছে বলেই অপর্ণা এই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গত শনিবার থেকে অপর্ণা ‘তোলপাড়’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। এই ধারাবাহিকে অপর্ণার সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডাঃ এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। এছাড়াও বিভিন্ন পর্যায়ে এই ধারাবাহিকে আরও যারা যুক্ত হবেন তারা হচ্ছেন সাজু খাদেম, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, নিলয়, রাইজা রশীদ, ইমু শিকদার, নুসরাত জাহান পাপিয়াসহ আরও অনেকে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, গল্প এবং চরিত্র ভাললাগায় ধারাবাহিকটিতে অভিনয় করছি। মুসাফির রনি তরুণ নির্মাতা। যে কারণে তার মধ্যে ভাল কাজ করার স্পৃহা এবং ধৈর্যটা আছে। বেশ গুছানো এবং পরিপাটি একটি ইউনিট। মেয়েদের একটি হোস্টেলের জীবনযাত্রা নিয়েই তোলপাড়ের গল্প আবর্তিত হবে। এজাজ ভাই, শামীমা আপা অনেক উঁচু মাপের অভিনেত্রী। তাদের সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি আমি। ডাঃ এজাজুল ইসলাম বলেন, সত্যি করেই বলছি, নিঃসন্দেহে খুব ভাল একটি কাজ হচ্ছে। নাটকের গল্প এবং নির্দেশনায় রনির মুন্সিয়ানা নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে তা প্রচারে এলেই প্রমাণ হবে। আমি একজন শিল্পী হিসেবে তোলপাড়ে কাজ করে সন্তুষ্ট। শামীমা নাজনীন বলেন, খুব চমৎকার একটি গল্পের নাটক এই ধারাবাহিকটি।
×