ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ত্রাণের অপেক্ষায় বানভাসি মানুষ

প্রকাশিত: ০৭:১৫, ৭ অক্টোবর ২০১৯

 রাজশাহীতে ত্রাণের অপেক্ষায়  বানভাসি  মানুষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নœাঞ্চলে বানভাসি মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এ অবস্থায় তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা নেতৃবৃন্দ। রবিবার সকাল থেকে নগরীর পদ্মানদী সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাদের দুর্বিষহ জীবন-যাপনের চিত্র তুলে ধরেন নেতৃৃবৃন্দ। তারা বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে তীরবর্তী কয়েকশ’ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। তাদের মধ্যে সরকারীভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে উল্লেখ করেন। তাই বন্যার্তদের পাশের দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সরকারী প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতৃবৃন্দ সকাল থেকে নগরীর পদ্মা তীরবর্তী বাজেকাজলা, পঞ্চবটি, কালুর মোড়, শ্রীরামপুরা, বুলনপুর, কোর্ট ঢালান, নবগঙ্গা, বেড়পাড়া ও টি-গ্রোয়েন এলাকা পরিদর্শন করেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা সভাপতি মোঃ জামাত খান বলেন, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে নদী তীরবর্তী মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সরকারীভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপ্রতুল। তিনি বলেন, নদী তীরবর্তী মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থায় তাদের সরকারী ত্রাণ বৃদ্ধির দাবি জানান তিনি।
×