ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাহমুদুলের ১ রানের আক্ষেপ

বাংলাদেশ যুবাদের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ১২:০৩, ৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশ যুবাদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে গিয়ে নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে হারিয়েই চলেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে। তা সম্ভব হয়েছে মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিংয়ে। ১২৫ বলে ১০ চারে ৯৯ রান করেন মাহমুদুল। ১ রানের আক্ষেপ থেকে গেছে। সেঞ্চুরি যে করা হয়নি। তবে দল যে টানা জিতছে তাতেই আনন্দ খুঁজে নিতে পারেন মাহমুদুল। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে জয়ের স্মৃতি নেই মাশরাফি-সাকিবদের। তবে টাইগার যুবারা কিউইদের মাটিতে পেল টানা দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতেও জিতল। এখন সিরিজের বাকি থাকা তিন ওয়ানডের মধ্যে যে কোন একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ যুবারা। সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ৬ অক্টোবর (তৃতীয় ওয়ানডে), ৯ অক্টোবর (চতুর্থ ওয়ানডে) ও ১৩ অক্টোবর (পঞ্চম ওয়ানডে) অনুষ্ঠিত হবে। বুধবার ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে বৃষ্টির কারণে টসও করা যায়নি বলে সেটি পিছিয়ে নেয়া হয় বৃহস্পতিবারে। এ ম্যাচেও ৬ উইকেটের সহজ জয়ই পায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভাল মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। থমাস জোহরাবের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জোহরাবের ব্যাট থেকে আসে ১৪২ বলে ১১২ রানের ইনিংস। নিজের ইনিংসটি ৮ চারের মারে সাজান তিনি। এছাড়া দলের আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। জবাবে সেঞ্চুরির সম্ভাবনা জাগান বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের টপঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ও। তিনি মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৬৩ বলে ৬৫, তৌহিদ হৃদয় ৫৫ বলে ৪০ ও শামীম হোসেন ১৫ রানে অপরাজিত থাকলে ৩.৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করে জিতে বাংলাদেশ যুব দল। দলের জয়ে মাহমুদুলের ৯৯ রানের ইনিংস যেমন কাজে দিয়েছে। তেমনি দ্বিতীয় উইকেটে তানজিদ ও মাহমুদুল মিলে যে ৯৫ রানের জুটি গড়েন তা জয়ে বিশেষ ভূমিকা রাখে। স্কোর ॥ নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৪২/৬; ৫০ ওভার (হোয়াইট ৩০, জোহরাব ১১২, আনসেল ২০, ক্লার্ক ১৩, ম্যাকেঞ্জি ১৫, ভিশভাকা ১০, সানডে ২৯* প্রিঙ্গল ৫*; মৃত্যুঞ্জয় ৭-০-৪১-২, তানজিম ৯-০-৪৪-১, শরিফুল ১০-০-৬০-১, শামিম ১০-০-৩৫-১, রকিবুল ১০-০-৪০-১)। বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৪৩/৪; ৪৬.৩ ওভার (তানজিদ ৬৫, পারভেজ ৬, মাহমুদুল ৯৯, হৃদয় ৪০, শামিম ১৫*, শাহাদাত ৪*; ম্যাকেঞ্জি ৭-০-৩৯-২, হ্যানকক ৮.৩-০-৪১-১, অশোক ১০-০-৫২-১)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৬ উইকেটে জয়ী।
×