ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

প্রকাশিত: ১৩:১৫, ৩ অক্টোবর ২০১৯

দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দশ বছর পর করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখল পাকিস্তান। বুধবার শেষ ওয়ানডেতে ৫ উইকেটের বড় জয়ের পথে সফরকারী শ্রীলঙ্কাকে ¯্রফে উড়িয়ে দিল সরফরাজ আহমেদের দল। দানুশকা গুনাথিলাকার (১৩৩) দারুণ এক সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল লঙ্কানরা। কিন্তু স্বাগতিকদের চমতকার ব্যাটিংয়ের সামনে সফরকারী বোলাররা সুবিধা করতে পারেননি। কোন সেঞ্চুরি ছাড়াই ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এ জয়ে তিন ওয়ানডের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে জিতেছিল সরফরাজ-বাহিনী। আর বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। লাহোরে শনিবার অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। উল্লেখ্য এই লাহোরেই ২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে বন্দুকধারীদের হামলায় এক দশক ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ‘প্রায়’ বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই তারাই আবার সফর করছে। যদিও লাসিথ মালিঙ্গাসহ নিয়মিত ক্রিকেটারদের ছাড়া লঙ্কানদের এটি অনেকটা দ্বিতীয়সারির দল। বাস্তবতার নিরিখেই দু’দলের পার্থক্যটা পরিষ্কার ফুটে উঠেছে। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ৩০৫/৭Ñএর জবাবে ২৩৮ রানে অলআউট হয়েছিল লাহিরু থিরিমান্নের দল। আর এদিন গুনাথিলাকার ১৩৩ রানে ভর করে ২৯৭ রান তুলে তারা হয়তো সিরিজ বাঁচানোর স্বপ্ন দেখছিল। কিন্তু সেটি হয়নি। ফখর জামান (৯১ বলে ৭৬), আবিদ আলি (৬৭ বলে ৭৪), বাবর আজম (২৬ বলে ৩১), সরফরাজ আহমেদ (৩৩ বলে ২৩), হারিস সোহেল (৫০ বলে ৫৬) ও ইফতিখার আহমেদের (২২ বলে ২৮*) কার্যকর ব্যাটিংয়ে ১ ওভার ৪ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন আবিদ আলি, সিরিজসেরা বাবর আজম।
×