ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে’

প্রকাশিত: ১১:০৪, ৩ অক্টোবর ২০১৯

‘কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে’

বিশেষ প্রতিনিধি ॥ চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে কোন অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। সাবধান থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই শুরু করেছেন। সেই সুযোগ কোন অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেন, দেশের দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে।
×