ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে চার ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন

প্রকাশিত: ১১:২৪, ২ অক্টোবর ২০১৯

সোনারগাঁয়ে চার ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১ অক্টোবর ॥ সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনারগাঁ জেনারেল হাসপাতাল, মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রয়েল স্পেশালাইজড হাসপাতাল ও মাতৃসেবা হাসপাতাল নামের চারটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ ইমতিয়াজ, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, নারায়ণগঞ্জ স্যানিটারি পরিদর্শক স্বপন কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী নজরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মহিউদ্দিন সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক জানান, আমরা মোগরাপাড়া এলাকায় ক্লিনিকগুলোতে অভিযান চালাই। সরকারী নিয়ম অনুযায়ী চারটি ক্লিনিক প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রপাতি ও ডিপ্লেমা নার্স না থাকায় সোনারগাঁ জেনারেল হাসপাতাল, রয়েল স্পেশালাইজড হাসপাতাল বন্ধ করে দিয়েছি এবং মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃসেবা জেনারেল হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
×