ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায় বেলায় যা বললেন কোচ ফাহিম

প্রকাশিত: ১২:১৫, ১ অক্টোবর ২০১৯

বিদায় বেলায় যা বললেন কোচ ফাহিম

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৪ বছরে বাংলাদেশের ক্রিকেটে অনেক দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তার নিষ্ঠার ছাপ দেশের ক্রিকেটে সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে। অনেক ক্রিকেটারকে গড়ে তোলা নাজমুল আবেদিন ফাহিম অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সব সম্পর্কের ইতি টানলেন। সোমবার সর্বশেষ কার্যদিবস ছিল তার। শেষদিন তিনি জানিয়েছেন তার সর্বশেষ দায়িত্বে কর্ম পরিকল্পনার বিষয়গুলো এবং আশা প্রকাশ করেছেন পরবর্তীতে যারা আসবেন তারা অনেকদূর এগিয়ে নেবেন কাজগুলোকে। বিসিবি কর্মকর্তারা তাকে এদিন বিকেলে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন। সব ক্রিকেটারের কাছে ‘ফাহিম স্যার’ হিসেবে সম্মানিত হয়েছেন কোচ আর গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করে। পারফর্মেন্স সমস্যায় তার কাছে বিভিন্ন সময় শরণাপন্ন হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবালরাও। আর তাই সর্বশেষ যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন সেই কর্ম পরিবেশের নোটিস বোর্ডে সাঁটানো অনেক নীতিবাক্য শোভা পেয়েছে। যার মধ্যে আছে ‘কঠোর পরিশ্রম সবসময় মেধা বের করে আনে যদিও মেধা কঠোর পরিশ্রমে অনীহা দেখায়’, ‘যা শেখাতে চাইছ বলে ভাবছ তা যদি খেলোয়াড়রা শিখছে না বলে মনে হয় তখন এটাকে নিজের ত্রুটি ভেব না। বরং ভিন্ন মনোভাবে চেষ্টা কর’, ‘বাতাস কোনদিকে বইছে তা তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি পাল বদলাও’, ‘মধ্যম সারির শিক্ষকরা বলে যায়, ভাল শিক্ষক ব্যাখ্যা করে, সেরা শিক্ষক প্রমাণসহ বর্ণনা করে আর মহান শিক্ষক অনুপ্রাণিত করে।’ এই নীতিবাক্য অনুসারেই কাজ করে গেছেন ফাহিম। সর্বশেষ মহিলা ক্রিকেট দলের উন্নয়নে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি মেয়েদের ইমার্জিং দল, ‘এ’ দল গড়েছি। অনুর্ধ-১৮ দলও গড়ে তোলার বিষয়টি প্রক্রিয়াধীন রেখে যাচ্ছি। কয়েকদিন পরেই মেয়েদের ৩ দিনের ম্যাচ আয়োজন হবে। এই কাজগুলো দেখে যেতে পারছি না। কিন্তু আশা করছি যারা থাকবেন পরবর্তীতে তারা এসব বিষয়ে অনেক উন্নতি করবেন।’ গত মাসেই ফাহিম পদত্যাগপত্র দিয়েছিলেন বিসিবিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে। সোমবারই তার দায়িত্ব শেষ হয়েছে। আজ তিনি আর বিসিবির কেউ নয়।
×