ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সংলাপ চান কাদের সিদ্দিকী

প্রকাশিত: ১১:০৭, ১ অক্টোবর ২০১৯

জাতীয় সংলাপ চান কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার ॥ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দুর্নীতিবিরোধী চলমান অভিযানে সরকার শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের ধরছে। শুধু আওয়ামী লীগকে ধরেই দেশকে বাঁচাতে পারবে না সরকার। যা চলছে সেটা দুর্নীতি মুক্তির পদক্ষেপ। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না। সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ-র‌্যাব যেখানে ধরে সেখানেই হাজার কোটি। তাই রাস্তা-ঘাটে যখন শুনি যে, মানুষ এখন আর খালেদা জিয়ার দুই কোটি টাকার মামলাকে আমলে নিতে চায় না। সরকারের প্রতি উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, সেজন্যে আপনাদের বলতে চাই বর্তমান সরকার অনতিবিলম্বে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষ যে দেশের মালিক- এটা প্রমাণ করার জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করুক। রাজশাহীর ভিসির বহিষ্কার দাবি ॥ কাদের সিদ্দিকী বলেন, রাজশাহীতে সেদিন একটা বিশ্রী ঘটনা ঘটেছে। যেখানে ভারতীয় এ্যাম্বেসির খুব সম্ভবত উপ-হাইকমিশনার বোধ হয় ছিলেন। তাকে খুশি করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সঙ্গে জয় হিন্দ উচ্চারণ করেছেন। আমি এর তীব্র নিন্দা করছি এবং এই মুহূর্তে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এ রকম চাটুকার, দালাল যদি একটা বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে ১৯৬৯ সালে ড. জোহা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন তা আজ ব্যর্থ হয়ে যায়। গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, কেন যে প্রশাসনের টনক নড়ে না- এই সমস্ত বাজে লোকদের প্রশাসনের মাথায় বসিয়ে আমাদের বদনাম করছে তা আমরা বুঝতে পারছি না। সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
×