ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢেউটিন ও টাকা বিতরণ

প্রকাশিত: ০৯:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ঢেউটিন ও টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডিমলায় অগ্নিকান্ড, কালবৈশাখি ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত এমন ৯৫ পরিবারের মাঝে ১০৬ বান্ডিল ঢেউটিন তিন লাখ ১৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এ সকল বরাদ্দ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই সকল পরিবারের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান আগুনে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা ও বাকি ৮৪ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
×