ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম ওয়াডে পরিত্যক্ত

প্রকাশিত: ১০:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম ওয়াডে পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক দশক পর করাচীতে আন্তর্জাতিক ক্রিকেটের সাক্ষী হতে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন সরফরাজ আহমেদ। কিন্তু শুরুতেই বাদ সাধল বেরসির বৃষ্টি। বহুল আলোচিত পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়ে গেছে। করাচী ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার টসই সম্ভব হয়নি। স্রেফ দেড় ঘণ্টা অপেক্ষা করে স্থানীয় সময় সাড়ে চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। এই মাঠে সর্বশেষ ওয়ানডে হয়েছিল সেই ২০০৯ সালে। সোমবার দ্বিতীয় ওয়ানডে এখানেই, ৩ অক্টোবর শেষ ওয়ানডে। এরপর লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। নিরাপত্তা শঙ্কায় লাসিথ মালিঙ্গা, দিমুথ করুনারত্নেসহ শ্রীলঙ্কার ১০ নিয়মিত ক্রিকেটার পাকিস্তান সফর করতে রাজি হননি। অনেকটা নতুন চেহারার দল নিয়ে খেলতে এসেছে দ্বীপ দেশটি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে যেন উল্টো পথে ছুটেছে পাকিস্তানের ওয়ানডে দল। বিশ্বকাপের পর নতুন শুরুর দিকে তাকিয়ে আছে তারা। কোচিং স্টাফ, নির্বাচক প্যানেলে এসেছে অনেক পরিবর্তন। সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক পেয়েছেন প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব। শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়েই। ২০০৯ সালে পাকিস্তান সফরে লাহোর টেস্ট চলাকালে শ্রীলঙ্কান টিম বাসে বন্দুকধারীর হামলায় ড্রাইভার, নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সফরকারী খেলোয়াড়রা। এরপর থেকেই পাকিস্তানের মাটিতে কার্যত আন্তর্জাতিক ক্রিকেট ও টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। পাকিস্তান তাদের হোম ভেন্যু হিসেবে আরব আমিরাতকে ব্যবহার করে আসছে। যদিও পিসিবির প্রাণান্তকর প্রচেষ্টায় মাঝে কেনিয়া, এশিয়া একাদশ, জিম্বাবুইয়ে এবং পিএসএলের ফাইনালস কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দেয়া সেই ঘটনার পর সেই শ্রীলঙ্কাই আবার প্রথম কোন বড় দল হিসেবে পাকিস্তান সফর করছে।
×