ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতোর সেরা মানে-সালাহ

প্রকাশিত: ১০:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 ইতোর সেরা মানে-সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ দশ বছর পর রাজত্ব হারিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সময়ের সেরা এই দুই মহাতারকাকে পেছনে ফেলে গত মৌসুমে ফিফার সেরা ‘দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। মড্রিচের পর মেসি-রোনাল্ডোর রাজত্বে হানা দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ইউরোপের সেরা এই তারকা ফুটবলার। রোনাল্ডো-ভার্জিলকে পেছনে ফেলে আবারও ফিফার সেরার খেতাব জিতে নিলেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। তবে এটা মানতে পারছেন না খোদ লিওনেল মেসিরই এক সময়ের সতীর্থ স্যামুয়েল ইতো। ক্যামেরুনের সাবেক এই তারকা স্ট্রাইকারের চোখে লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে এবার ফিফার সেরা খেলোয়াড় পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী সাবেক চেলসি ও ইন্টার মিলানের এই তারকা ফুটবলার বলেন, ‘আমার চোখে সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। কিন্তু তাদের দু’জনের কেউ নেই এই তালিকায়।’
×