ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া পরিশোধের দাবি

শ্রীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯

শ্রীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ৮জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়েছে। উপজেলার মুলাইদ এলাকার ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা দু’মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) বকেয়া বেতন ও ভাতাদি পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ সকল পাওনাদি পরিশোধের কয়েক দফা আশ্বাস দিয়ে তারিখ ঘোষণা দিলেও তা প্রদান করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিক অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার পরিশোধের তারিখ নির্ধারণ করে ঘোষণা দেয়। কিন্তু কর্তৃপক্ষ এদিনও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বেলা আড়াইটার দিকে তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এতেও কর্তৃপক্ষ সাড়া না দেয়ায় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশর্^বর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশের কনস্টেবল সুমনসহ অন্তত ৮জন আহত হয়। আহত কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। একপর্যায়ে পুলিশ ১০ রাউন্ড টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
×