ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদের লোগো ব্যবহার, সাবেক ব্যাংক কর্মকর্তার নামে জিডি

প্রকাশিত: ১১:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় সংসদের লোগো ব্যবহার, সাবেক ব্যাংক কর্মকর্তার নামে জিডি

স্টাফ রিপোর্টার ॥ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যক্তিগত ভিজিটিং কার্ডে জাতীয় সংসদের লোগো ব্যবহার এবং সংসদ ভবনে প্রবেশের পাস ফেরত না দেয়ায় সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরা সুলতানার (পপি) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাশের চেয়ারম্যান ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের নির্দেশে তার ব্যক্তিগত সহকারী আশিক মল্লিক গত ১৫ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর-৯৪২। একজন জাতীয় অধ্যাপকের ছেলের রেফারেন্সে চলতি বছরের এপ্রিলের দিকে মনিরা সুলতানা ককাশ চেয়ারম্যানের দফতরে কাজ শুরু করেন। তবে মাসখানেক পরেই তাকে অফিসে আসতে মানা করে দেয়া হয়। সাভারে কোটি টাকা মূল্যের জালনোটসহ আটক ৩ সংবাদাতা, সাভার, ২৫ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় এক কোটি টাকার মূল্যমানের জালনোটসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি টিম। বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার কুটুরিয়ার এলাকার আমতলা মহল্লা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র‌্যাব-৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২। আটক তিন জাল টাকা ব্যবসায়ী হলেন- সেকেন্দার, নাহিদ ও রিপন। এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, জাল টাকা কেনার ফাঁদ পেতে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার টাকা নোটের এক কোটি মূল্যমানের জালনোটসহ ওই তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
×