ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রত্যাবাসনবিরোধী রোহিঙ্গারা ক্যাম্পে হুমকি দিচ্ছে

প্রকাশিত: ০৯:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯

প্রত্যাবাসনবিরোধী রোহিঙ্গারা ক্যাম্পে হুমকি দিচ্ছে

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ পাঁচ দাবি আদায়ে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে ক্যাম্পে প্রচার চলছে। এ সময়ের মধ্যে প্রত্যাবাসনে কেউ রাজি না হতে সাধারণ রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। রোহিঙ্গাদের পক্ষে এসব দাবি আদায়ে একাধিক সংস্থা কাজ করছে বলে জানিয়ে আশ্রিত রোহিঙ্গাদেও ধৈর্য ধরতে বলা হচ্ছে। গোপনে ছয় পরিবারের ২৮ রোহিঙ্গা রাখাইনে ফিরে যাওয়ার খবর প্রচার হলে সোমবার থেকে প্রত্যাবাসনবিরোধী সন্ত্রাসীরা ক্যাম্পে এ ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘাপটি মেরে অবস্থান করা রোহিঙ্গা সন্ত্রাসীদের খবর বাইরে বলাবলি করেনা রোহিঙ্গারা। ক্যাম্প অভ্যন্তরে অপহরণ বাণিজ্য, গুম ও খুনের ভয়ে ওইসব সশস্ত্র রোহিঙ্গাদের তথ্য দিতে নারাজ সাধারণ রোহিঙ্গারা। এছাড়াও সরকার সন্ত্রাসীদের দমন করতে গিয়ে যদি সাধারণ রোহিঙ্গাদেরও প্রত্যাবাসন করে দেয়, এ আশঙ্কায় রোহিঙ্গারা অস্ত্রধারীদের বিরুদ্ধে সহজে মুখ খোলেনা। তবে ক্যাম্পে আলেকিন (আল-ইয়াকিন) আরেছু (আরএসও) নামে দু’টি গ্রুপ আছে বলে জানালেও তাদের সঠিক তথ্য দেয়না আশ্রিতরা। হারাকাহ আল-ইয়াকিন ২০১৭ সালে তাদের নাম পরিবর্তন করে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ তথা আরসা) নাম ধারণ করে। সংগঠনের সদস্যরা সৌদি আরব ও পাকিস্তানের ইসলামিস্ট জঙ্গী গোষ্ঠীগুলোর কাছ থেকে আর্থিক সাপোর্ট পায় বলে জানা গেছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সৌদি আরব, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক সহযোগিতা পেয়ে থাকে। উল্লেখিত দেশগুলোতে আগে থেকে অবস্থান করা ধনাঢ্য রোহিঙ্গারা এসব সহযোগিতা দিয়ে যাচ্ছে রোহিঙ্গা জঙ্গী আরাকান বিদ্রোহী গ্রুপকে। জানা গেছে, বিদেশী অর্থে পরিচালিত সক্রিয় ওই দুটি গ্রুপের রামরাজত্ব চলছে রোহিঙ্গা ক্যাম্পে।
×