ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক নিষিদ্ধ

প্রকাশিত: ০৯:৩২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বরিশালে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শুধু নগরীর গুরুত্বপূর্ণ ও যানজটবহুল এলাকায় এগুলো নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকদের ভোগান্তি লাঘবে কয়েকটি ধাপে মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ। জানা গেছে, প্রথম ধাপে আগামী ১ অক্টোবর থেকে নগরীর জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি কর্পোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি কর্পোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকেরপুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতোমধ্যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীতে মাইকিং ও প্রচার শুরু করা হয়েছে। খুবিতে ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৬ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের হাদী চত্বরে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দ এবং সমাপনী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাস ও ট্রাকযোগে ময়লাপোতা মোড় হয়ে, রয়েল মোড়, শিববাড়ি মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। এ সময় শিক্ষার্থীরা রং উৎসবে মেতে ওঠে।
×