ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদারটেকে কুকুর লেলিয়ে ধাওয়া, প্রবাসীকে আটক

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মাদারটেকে কুকুর লেলিয়ে ধাওয়া, প্রবাসীকে আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাদারটেকে পোষা কুকুর লেলিয়ে দিয়ে এয়ারগান নিয়ে মসজিদ কমিটির সদস্যদের ধাওয়া করেছে লিটন খান নামে এক সুইজারল্যান্ড প্রবাসী। এ ঘটনার পর পুলিশ লিটনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে মাদারটেক মসজিদ সংলগ্ন সড়কে লিটন খান নামে এক সুইজারল্যান্ড প্রবাসী এয়ারগান ও জার্মান প্রজাতির শেফার্ড কুকুর নিয়ে মসজিদ কমিটির লোকজনকে ধাওয়া করে। এ সময় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তার পাশে থাকা সিসিটিভির ফুটেজ ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এয়ারগানটিসহ লিটনকে আটক করে থানা নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত লিটন জানায়, মসজিদ কমিটির লোকদের ভয় দেখানোর জন্য পাখি শিকারের বন্দুক নিয়ে তাড়া করেছিলেন। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিটন মাদারটেকে মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। তার একটি জার্মান প্রজাতির শেফার্ড কুকুর রয়েছে। নামাজ পড়তে আসা মুসল্লিদের ওই কুকুর প্রায়ই বিরক্ত করে। এ নিয়ে মসজিদ কমিটির কয়েকজন লিটনের বাসায় গিয়ে অভিযোগ করেন। এ নিয়ে লিটন খানের সঙ্গে মসজিদ কমিটির লোকজনের সঙ্গে তর্কবির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে লিটন তার শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে মসজিদ কমিটির লোকদের তাড়া করে। সেই সঙ্গে তিনি নিজেও তার বাসায় থাকা নষ্ট এয়ারগান নিয়ে পিছু ধাওয়া করেন। পরে মসজিদ কমিটির লোকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় লিটনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
×