ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে কালো গাড়ি

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 সবচেয়ে কালো গাড়ি

পৃথিবীর সবচেয়ে কালো গাড়ি বাজারে নিয়ে এলো বিএমডব্লিউ। গাড়ি প্রেমীদের চমকে দিতে ইতিহাসের সবচেয়ে কালো রঙে তৈরি করেছে গাড়ি নির্মাণ কোম্পানি বিএমডব্লিউ। নাম দিয়েছে ভ্যান্টাব্ল্যাক। এই রং ব্যবহার করা হয়েছে তাদের তৃতীয় প্রজন্মের গাড়ি এক্স-৬-এর একটি বিশেষ ভার্সনে। ভ্যান্টাব্ল্যাকের বিশেষত্ব হলো এটি ৯৯ শতাংশ আলো শোষণ করে নেয়। এক বিবৃতিতে বিএমডব্লিউ জানিয়েছে, ২০১৬ সালে এই রঙের পেটেন্ট করা হয়। এর আগে কোন গাড়িতে তারা এই কালো রং ব্যবহার করেনি। সামান্য কিছু ভাগ্যবান ব্যক্তি এই আকর্ষণীয় রঙের গাড়ি ব্যবহার করার সুযোগ পাবেন। এই সুপার ব্ল্যাক রঙের কারণে যেকোন এ্যাঙ্গেলেই গাড়িটিতে ব্যক্তির প্রতিবিম্ব দেখা যাবে। নতুন এক্স-৬-এর নকাসাকার হুসেইন আল-আক্তার বলেছেন, এই রংটি চোখকে অত্যন্ত আরাম দেবে। ভন্টব্ল্যাক ভিবিএক্সটু ডিজাইনারদের নতুনভাবে ভাবাবে। আগামী ১২-২২ নবেম্বর ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে বিএমডব্লিউ ভ্যান্টাব্ল্যাক এক্স-৬ মডেলটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। ব্রিটেনের সারে ন্যানোসিস্টেমস প্রতিষ্ঠাতা বেন জেনসেন ২০১৪ সালে ভ্যান্টাব্ল্যাক আবিষ্কার করেন। নক্ষত্র ও তারকারাজি দেখার জন্য মহাকাশে পাঠানো বিভিন্ন যন্ত্রের গায়ে প্রলেপ দিতে ভ্যান্টাব্ল্যাক ব্যবহার করা হয়। -সিএনএন
×