ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাড়ে চার ঘণ্টা পর কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৯:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 সাড়ে চার ঘণ্টা পর  কিশোরগঞ্জ-ভৈরব  রুটে ট্রেন  চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ॥ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে ভেঙ্গে যাওয়া রেললাইন মেরামতের পর ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর রেললাইন মেরামতের জন্য প্রায় সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বেলা ১২টার দিকে রেললাইনের মেরামত কাজ শেষ হওয়ার পর পুনরায় রেল চলাচল শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেন হালিমপুর স্টেশন অতিক্রম করার পরপরই রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ-ভৈরব, কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা, কিশোরগঞ্জ-ভৈরব-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগ আর বিড়ম্বনার শিকার হন।
×