ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 রাবিতে ছাত্রলীগের  দুই গ্রুপে সংঘর্ষ ॥  আহত ৫

রাবি সংবাদদাতা ॥ হলের গেস্ট রুমে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হল সংলগ্ন রাস্তায় রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির অনুসারী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ হিল বাকীর অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে পাঁচজন। আহতরা হলেন ছাত্রলীগ কর্মী একরাম হোসেন রিয়ন, মারুফ পারভেজ, জসিম, লিমন ও সোহেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকির অনুসারী ও স্পোর্টস সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লিমন হোসেন তার দুই বান্ধবীকে নিয়ে হলের গেস্ট রুমে আসেন। এ সময় সেখানে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে বসে ছিলেন। এ সময় লিমন তাকে গেস্ট রুমে জায়গা করে দিতে বললে কামরুল ক্ষিপ্ত হয়ে রূঢ় আচরণ করেন।
×