ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিকার্ভ পুরুষে শিরোপার হাতছানি

প্রকাশিত: ১২:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯

রিকার্ভ পুরুষে শিরোপার হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ফিলিপিন্সে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে শিরোপার হাতছানি বাংলাদেশের। আজ সকালে ফাইনালে চীনকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে লাল-সবুজের দেশ। বৃহস্পতিবার ফাইনালে ওঠার পথে মোঃ রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম হোসেন রুবেলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ৫-৩ সেটে থাইল্যান্ডকে পরাজিত করে। এরপর সেমিফাইনালে একই ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনাল মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেছে বাংলাদেশ। রুমান সানা ও বিউটি রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ মিশ্র দল ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে। এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিতে চীনের কাছে ৬-০ সেট পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন উজানগ্রাম স্পোর্টস রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলায় টানা দ্বিতীয়বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ-১৭) চ্যাম্পিয়ন হয়েছে উজানগ্রাম ইউনিয়ন। বৃহস্পতিবার কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে উজানগ্রাম ইউনিয়ন ৩-২ গোলে হারিয়েছে জিয়ারখী ইউনিয়নকে। ম্যাচের শুরুটা অবশ্য অন্য কিছুরই আভাস দিয়েছিল। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে পরপর দুই গোল করে শিরোপার দৌড়ে এগিয়ে যায় জিয়ারখী। দু’টি গোলই তারা করে চোখ ধাঁধানো দূরপাল্লার শটে। দুই গোল হজম করে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন উজানগ্রাম। ম্যাচে ফিরতে শানাতে থাকে একের পর এক আক্রমণ। দু’দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ দারুণ উপভোগ্য হয়ে ওঠে। পিছিয়ে পড়া উজানগ্রাম দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল পরিশোধ করে। সমতা ফেরাতে মরিয়া দলটি অবশেষে ম্যাচের ৮০ মিনিটে কাক্সিক্ষত গোল আদায় করে। এর ফলে খেলা ২-২ গোলে সমতা বিরাজ করে। এরপর দু’দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু দুই গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো উজানগ্রামই শেষ হাসি হাসে। ম্যাচ শেষের দুই মিনিট আগে সংঘবদ্ধ আক্রমণে আরেকটি দুর্দান্ত গোল আদায় করে নেয় তারা।
×