ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীর শীর্ষ মাদক বিক্রেতার লাশ মিলল ভারতের নদীতে

প্রকাশিত: ১২:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীর শীর্ষ মাদক বিক্রেতার লাশ মিলল ভারতের নদীতে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিসেবে পুলিশের খাতায় নাম থাকা কালাম মোল্লার লাশ পাওয়া গেছে ভারতের গঙ্গা নদীতে। মঙ্গলবার ভারতের জলঙ্গী থানার টুলটুলিপাড়া এলাকার গঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন সেখানে থাকা কালাম মোল্লার স্বজনরা। কালাম মোল্লা রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ হেলালপুর গ্রামের আকসেদ মোল্লার ছেলে। লাশ শনাক্তের পর মঙ্গলবার রাতে বাঘার গ্রামে তাকে দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা করে কালাম মোল্লা অঢেল সম্পদের মালিক। তার নামে রাজশাহীর বাঘা, চারঘাট, পাবনার ঈশ্বরদী, নাটোরের লালপুর, সিরাজগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে রয়েছে মাদকসহ ছিনতাই ও হত্যা মামলা। পুলিশের তালিকায় রাজশাহীর শীর্ষ মাদক চোরাচালানি কালাম মোল্লা। বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের মে মাসে চট্টগ্রাম থেকে রাজশাহী ফেরার পথে ১ লাখ ৮ হাজার ইয়াবাসহ রাজশাহীর মাদক কারবারি আসলাম ও চারঘাটের মাসুদকে গ্রেফতারের পর ওই মাদকের মালিক হিসেবে কালাম মোল্লাকে খুঁজতে থাকে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। এরপর থেকেই তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হলেও তার দেখা মেলেনি। তবে ভারতে অবস্থান করে এদেশে যোগাযোগ রেখে মাদকের চোরাচালান চালিয়ে আসছিলেন তিনি।
×