ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজহংস আসছে শনিবার

প্রকাশিত: ১২:০৬, ১২ সেপ্টেম্বর ২০১৯

রাজহংস আসছে শনিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবারের পরিবর্তে ১৪ সেপ্টেম্বর শনিবার যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সম্পূর্ণ নতুন ৪র্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। ১৪ সেপ্টেম্বর এটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬তে। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। বিমানটির হস্তান্তর গ্রহণ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে পৌঁছেছে। -বিজ্ঞপ্তি বাড়ি থেকে স্বর্ণ চুরি স্টাফ রিপোর্টার ॥ ঢাকার গুলশানের নিকেতন সোসাইটির একটি বাড়ি থেকে স্বর্ণ চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কারের মধ্যে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে গুলশান থানা পুলিশ মোঃ সালাম নামের এক স্যানিটারি মিস্ত্রি ও মোঃ পলাশ নামের একজনকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, গত ২৩ আগস্ট ফ্ল্যাট মালিক পম্পি মজুমদার বাসায় তালা দিয়ে গ্রামে বাড়ি ফেনীতে যান। ২৬ আগস্ট বাড়ির মালিক তাকে বাসার পাইপ ফেঁটে পানি বের হচ্ছে বলে জানান। স্যানিটারি মিস্ত্রি নিয়ে পাইপ ঠিক করার অনুমতি চান। অনুমতি পেয়ে বাড়ির মালিক ওইদিন স্যানিটারি মিস্ত্রি সালামকে এনে পাইপ ঠিক করেন। গত শনিবার রাতে পম্পি মজুমদার বাসায় ফিরে দেখেন তার ১৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।
×