ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারস্পরিক সমঝোতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ॥ মিলার

প্রকাশিত: ১২:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

পারস্পরিক সমঝোতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ॥ মিলার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের বাল্যবিয়ে রোধ, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠায় তার দেশের (যুক্তরাষ্ট্র) পক্ষ থেকে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করার কথাও জানান। রাষ্ট্রদূত বুধবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে এক বৈঠকে এ কথা জানান। -খবর বাসস। সাক্ষাতকালে উভয়ের মধ্যে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, কিশোর-কিশোরী ক্লাব, নারী উদ্যোক্তাসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপসচিব ড. আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে এখন রোল মডেল।
×