ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

লোকসঙ্গীত প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’

প্রকাশিত: ১১:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

লোকসঙ্গীত প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে দেশের তরুণ প্রজন্মকে পরিচয় করানোর উদ্দেশে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’। লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণে সান ফাউন্ডেশনের উদ্যোগে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে তৃতীয়বারের মতো এ আসরের আয়োজন হচ্ছে। প্রতিযোগিতাটি দেশের সকল লোকশিল্পীদের জন্য উন্মুক্ত। এ উপলক্ষে রাজধানীর গুলশানের হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটনে এক সংবাদ সম্মেলন হয় বুধবার সকালে। এতে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ, প্রতিযোগিতার অন্যতম বিচারক লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, শিল্পী ফকির শাহাবুদ্দিন, হাসান আবিদুর রেজা জুয়েল, কণা, ইবরার টিপু প্রমুখ। সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে আমি লোক ও বাউল গান পছন্দ করি। এক সময় আমার পাবনার খামারবাড়িতে নামী বাউলরা আসতেন এবং এখনও আসেন। তখন আমি তাদের গান শুনে বাউলগানের প্রতি উদ্বুদ্ধ হয়েছি। সেখান থেকেই ২০১৩ সালে আমরা প্রথম ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি শুরু করি। মূলত এই অনুষ্ঠানটির পর থেকেই আমরা ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ করার উদ্যোগ নিই।’ তিনি আরও বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী লোকশিল্পীদের সুযোগ দিয়ে অডিশনের মাধ্যমে তাদের তুলে নিয়ে আসা এবং সবার সামনে পরিচিত করানোই আমাদের মূল উদ্দেশ্য। লোকসঙ্গীত মাটির গান, এর জন্য কাউকে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন হয় না, আপনা আপনি চলে আসে। বাউলদের কোন চাহিদা নেই, তারা ডেডিকেটেড তাদের গানের প্রতি। তাদের ধ্যান-ধারণা সব কিছুই সঙ্গীত নিয়ে। নিজেকে ভাগ্যবান মনে করি এজন্য যে, এই বাউলসঙ্গীত নিয়ে কিছু কাজ করার সুযোগ হয়েছে। একই সঙ্গে বাউল শিল্পীদের সান্নিধ্যে আসার সুযোগও হয়েছে। মালিক মোঃ সাঈদ জানান, ‘ম্যাজিক বাউলিয়ানা’র মাধ্যমে শুধু মেধাবী শিল্পীই খুঁজে বের করা হবে না, শিল্পীদের রয়্যালটি নিশ্চিত করার কাজও করা হচ্ছে। আজ (বুধবার) বিকেল তিনটা থেকে প্রতিযোগিতার নিবন্ধন পর্ব শুরু হচ্ছে। আগের দু’বার বিশ হাজার ও ত্রিশ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। আশা করছি এবার আমরা পঞ্চাশ হাজার প্রতিযোগীকে সঙ্গে পাব। তিনি বলেন, আমরা ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আয়োজন করে আসছি। এ দুটো একই সূত্রে গাঁথা। আমরা দেখেছি যখন বাউলিয়ানা শুরু হয় এই আর্টিস্টদের সামনের দিকে আনতে হলে আমারেই একটা সুযোগ করে দিতে হবে। পরবর্তীতে ঢাকা ইন্টারন্যাশানাল ফোক ফেস্টে অনেকেই অংশগ্রহণ করে। চন্দনা মজুমদার বলেন, এত সুন্দর অনুষ্ঠান আমাদের দেশে উপহার দেয়ার জন্য আমি ভীষণ আনন্দিত। লোকসঙ্গীত বাংলাদেশের একটি ঐতিহ্য। বাংলাদেশের লোকসঙ্গীতের সুর এবং দর্শন দেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য স্কয়ার ট্রলেটিজ লিমিটেড, সান ফাউন্ডেশন এবং মাছরাঙা টেলিভিশন যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। দেশের লোকসঙ্গীতের সাংস্কৃতিক ঐতিহ্য অটুট রাখতে ও শিল্পীদের সঠিক মূল্যায়ন করতে একজন অভিভাবকের প্রয়োজন ছিল, তারা নিজ উদ্যোগে এই দায়িত্বটি হাতে নেয়ায় দেশের লোকসঙ্গীত অনুরাগীরা কৃতজ্ঞ থাকবে বলে আমি মনেকরি। শুধু নতুন প্রজন্মের কাছে লোকসঙ্গীতকে পৌঁছে দেয়া না, লোকসঙ্গীতের আর্কাইভ তৈরি করার যে উদ্যোগ নেয়া হয়েছে এর প্রতি ভালবাসা ছড়িয়ে যাবে ভবিষ্যত প্রজন্মের কাছে। ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে দেশের আনাচে-কানাচে যে গুণী শিল্পীরা রয়েছে তারা উঠে আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সাতটি অঞ্চল- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর অডিশন রাউন্ড। বাছাই করা শিল্পীদের পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। তাদের নিয়ে করা হবে গ্রুমিং সেশন। সেখানে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, সুরের ব্যবহার, যথাযথ স্কেল নির্বাচন, শূটিং সংক্রান্ত বিষয়ে ধারণা দেয়ার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানো, মাইক্রোফোনের পজিশন, শব্দ প্রক্ষেপণ, পারফর্মিং আর্টসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা দেয়া হবে। বাছাই করা এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর মূল প্রতিযোগিতা। পর্যায়ক্রমে এদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন। ম্যাজিক বাউলিয়ানার এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শফি ম-ল, ড. নাশিদ কামাল এবং চন্দনা মজুমদার। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার রেডিও দিন-রাত, ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে ম্যাজিক বাউলিয়ানা-এর ওয়েবসাইট (িি.িসধমরপনধঁষরধহধ.পড়স.নফ), অথবা ফোন করা যাবে ০৮০০০৮৮৮০০০ এই নম্বরে।
×