ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫৯ পৌরসভার আয় ব্যয়ের হিসাব কঠোরভাবে যাচাই করা হচ্ছে

বেতন বকেয়া থাকলে পৌর মেয়রদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০:৩৫, ৯ সেপ্টেম্বর ২০১৯

 বেতন বকেয়া থাকলে পৌর মেয়রদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

মশিউর রহমান খান ॥ এক মাস বা তার বেশি সময় কর্মকর্তা-কর্মচারীর বেতন- ভাতা বকেয়া রয়েছে এমন পৌর মেয়র, সচিব বা সকল কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণ স্থগিত ও উচ্চতর প্রশিক্ষণ প্রদান করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে সারাদেশে দশ মাস বা তারও বেশি সময় বেতন-ভাতা বকেয়া রয়েছে এমন ৫৯ পৌরসভার বিগত ৫ বছরের সকল প্রকার আয়-ব্যয়, উন্নয়নসহ সার্বিক কার্যক্রম যাচাই করতে এ সম্পর্কিত সকল তথ্য অতিদ্রুত প্রদান করতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সারাদেশে পৌরসভাগুলোর চলমান চরম আর্থিক অব্যবস্থাপনা রোধে প্রথমবারের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। এসব আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে কোন প্রকার অনিয়ম পেলে স্থানীয় সরকার আইনে তাদের বিরুদ্ধে সতর্কতা প্রদানসহ প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সারাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে তাদের সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে রাজধানীতে অসহযোগ আন্দোলনে নামে। সূত্র জানায়, এর প্রেক্ষিতে সরকার পৌর আয়ের পরও কেন বেতন-ভাতা বকেয়া থাকবে তার কারণ খুঁজতে উদ্যোগ নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, সকল পৌরসভার আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে ও কর্মকর্তা- কর্মচারীর বেতন কেন বকেয়া হয় তা খুঁজে বের করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে দশ মাস বা তারও বেশি সময় বেতন-ভাতা বকেয়া রয়েছে ৫৯ টি পৌরসভার বিগত ৫ বছরের সকল প্রকার আয়-ব্যয়, উন্নয়নসহ সার্বিক কার্যক্রম যাচাই করতে তিন সদস্যের কমিটি গঠন করে এর প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ গত ১৯ আগস্ট তদন্ত কমিটি গঠন করে এই অফিস আদেশ জারি করে। তিন সদস্য হচ্ছেন স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের পরিচালককে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্য দুই সদস্য হলেন সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। চিঠিতে বেতন বকেয়া থাকা পৌরসভাগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের আপাতত বকেয়া পরিশোধ না করা পর্যন্ত বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে বলা হয়।
×