ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারলেন না আর্জেন্টিনার নতুনরাও

প্রকাশিত: ০৯:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

 পারলেন না আর্জেন্টিনার নতুনরাও

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। দল থেকে বাদ দেয়া হয়েছে একঝাঁক তারকাকে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দল সাজান অনেকটা তরুণ খেলোয়াড়দের নিয়ে। কিন্তু আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নতুন আর্জেন্টিনা দল তেমন চমক দেখাতে পারেনি। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। মেসি, এ্যাগুয়েরোদের ছাড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল দায়িত্বে ছিলেন পাওলো দিবালা। কিন্তু জুভেন্টাস ফরোয়ার্ড গোলের দেখা পাননি। ম্যাচের ১১ মিনিটে তার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ জুড়ে এ রকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি দিয়াগো ম্যারাডোনার দেশ। বিরতির পর ৬০ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম ও সেরা সুযোগ পায় চিলি। ডি বক্সের ভেতর থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। দারুণ এই সুযোগ হাতছাড়া হওয়ায় জয় পাওয়া হয়নি চিলির। এরপর বাকি সময়ে কোন দলই তেমন ভাল আক্রমণ শানাতে পারেনি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচটি। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল আটটায় পরের প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ওইদিন হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ে মিশন শুরু করবে দল দু’টি।
×