ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে বিয়ের আসরে পুলিশের হানা

প্রকাশিত: ১২:১০, ৬ সেপ্টেম্বর ২০১৯

সীতাকুণ্ডে বিয়ের আসরে পুলিশের হানা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর ॥ সামাজিক আনুষ্ঠানিকতায় বেশ ধুমধাম করে চলছে বিয়ের অনুষ্ঠান। অতিথিদের খানাপিনা শেষে। এরই মধ্যে বিয়েবাড়িতে বরের আগমন। মেয়েপক্ষের লোকজন প্রবাসী বরকে বরণ করতে প্রস্তত। বর স্টেজে উঠে কনের অপেক্ষায়। এরই ফাঁকে বর পক্ষেরও খানাপিনা শেষ। ঠিক ঐ সময় বিয়েবাড়িতে পুলিশের হানা। অভিযোগ, বর আলতাফ হোসেনের রুনা আক্তার সোনিয়া নামে আগে একটা স্ত্রী রয়েছে। মুহূর্তে বিয়ের সব কার্যক্রম বন্ধ । সীতাকু-ে বিয়ের আসরে পুলিশ হানা দিয়ে বরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। উপজেলার ভাটিয়ারি ইমামনগর এলাকায় বুধবার রাতে এ বিয়ে প-ের ঘটনা ঘটায় পুলিশ। এ বিষয়ে প্রথম স্ত্রী সোনিয়ার দাবি, ২০১৬ সালে প্রেম করে তাদের বিয়ে হয়। এরপর আলতাফ তাকে ভাড়া বাসায় রেখে চাকরির সুবাদে বিদেশে পাড়ি জমায়। বিদেশ যাওয়ার পর বছরখানেক যোগাযোগ ছিল আলতাফের। এরপর আর কোন খবর নিত না। একদিন শুনলাম সে একটি বিয়ে করেছে,আমিও সঙ্গে সঙ্গে আমার কাবিননামা নিয়ে বিয়ের আসরে হানা দিয়ে বিয়ে প- করি। এভাবে কয়বার আমি বিয়ে প- করব বিয়ে পাগল আলতাফের। জানা গেছে, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের হেলিচ্ছা বাজারের নিজাম উদ্দিনের পুত্র আলতাফ হোসেনের সঙ্গে মাইটভাঙ্গা ইউনিয়নের জাহাঙ্গীরের কন্যা রুনা আক্তার সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে বছরখানেক স্বামী আলতাফের সঙ্গে বেশ ভালই ছিল। এরপর আলতাফ বিদেশ থাকাকালীন একটি মেয়ের প্রেমে পড়ে। প্রেমের সুবাদে কয়েকদিন আগে কোর্টে গিয়ে বিয়েও করে তারা।
×