ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালপাড়ে চারা রোপণ

প্রকাশিত: ০৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

খালপাড়ে চারা রোপণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদরে সাড়ে ৬ কিলোমিটার খালের পাড়ে ফলদ গাছের চারা রোপণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রামবাবুর খালের পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাগেরহাটের সহকারী প্রকৌশলী শাহজাহান কবির, ঠিকাদার সাইফুল ইসলাম পাভেল প্রমুখ। ন্যায়বিচার দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ সেপ্টেম্বর ॥ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ বন্ধ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আইইডি’র ইয়্যুথ এ্যাজ চেঞ্জ এজেন্ট ফর স্যোসাল কোহেশন প্রকল্পের আয়োজনে শেরপুর কালেক্টরেট চত্বরে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নাগরিক সংগঠন জনউদ্যোগ, মহিলা পরিষদ, ব্র্যাক, জেলা আইনজীবী সমিতি, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ওই সময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী প্রমুখ।
×