ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কন্যা শোকে কাতর কোচ এনরিক

প্রকাশিত: ১২:০১, ১ সেপ্টেম্বর ২০১৯

 কন্যা শোকে কাতর  কোচ এনরিক

স্পোর্টস রিপোর্টার ॥ মেয়ের অসুস্থতার কারণেই গত জুনে জাতীয় দলের কোচের পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন এনরিকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না মেয়েকে। হাড়ের বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেলেন তার ৯ বছরে কন্যা। লুইস এনরিকে নিজেই টুইটারে সেই ঘটনা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের মেয়ে এদিন বিকালে মারা গেল।’ বেশ কিছুদিন মরণপণ লড়াই চলছিল নয় বছরের শিশু কন্যার। সেই সময়ে যারা এনরিকের পাশে দাঁড়িয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে এনরিকে আরও লেখেন, ‘এই কয়েক মাসে যারা ভালবাসা পাঠিয়েছেন, তাঁদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’ মেয়ের অসুস্থতার জন্য এনরিকে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালে তার কর্তব্য পালন করছিলেন সহকারী কোচ রবার্ট মোরেনো। নিজের মেয়ে ফিরে পাওয়ার লড়াইয়ে অবশ্য জিততে পারেননি বহু যুদ্ধের পোড় খাওয়া এই কোচ। বৃহস্পতিবার রাতে এক টুইটে এনরিকে লেখেন, ‘প্রায় ছয় মাস হাড়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিকেলে আমাদের কন্যা জানা মাত্র ৯ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছে।’
×