ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার দুর্ভিক্ষের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে

প্রকাশিত: ১০:১৮, ৩১ আগস্ট ২০১৯

  সরকার দুর্ভিক্ষের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্ভিক্ষের দেশকে যে সরকার খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করেছে সে সরকার নিশ্চয় কৃষকের সমস্যার সমাধান দেবে। কৃষকরা অবশ্যই তাদের উৎপাদিত পণ্যের দাম পাবেন এবং সে লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বাজারের সঙ্গে সঙ্গে আমাদের উন্নত জাতের ফসল এবং নিরাপদ খাদ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে যেতে হবে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ. কা. মু. গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল দেশী ও বিদেশী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে। ’৭১-এর পরাজিত শক্তি দেশকে পাকিস্তান রাষ্ট্রের আদলে পরিচালনা করার জন্য ১৫ আগস্টের নিকৃষ্ট হত্যাকা- ঘটায়। এটা কোন সাধারণ হত্যাকান্ড নয়, সুপরিকল্পিত হত্যাকান্ডের পরে জাতীয় চার নেতাকেও ৩ নবেম্বর জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করে ঘাতকরা। ’৭৫-এর হত্যাকান্ডের পর্দার আরালে নেপথ্যে যারা ছিল সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার। মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শকে নিঃশেষ করে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তাঁকে হত্যা করা হয়। তাঁকে হত্যা করে যখন ঘাতকরা বুঝতে পাড়ল তাঁর চেতনা, তাঁর আদর্শের মৃত্যু নেই। চিরতরে নিঃশেষ করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হমলা চালায় শেখ হাসিনাসহ গোটা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য। ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু নিয়ে অনেক বই রয়েছে যা পড়লে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানা যায়, জানা যায় ইতিহাস বিকৃতির নোংরা উৎসবের কথা। আপনারা ভিক্ষুকের দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন এর জন্য আমরা গর্বিত, গর্বিত এদেশের মেহনতি কৃষক ভাইদের জন্য। আগামী আমন ও বোরোতে সত্যিকারে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করব। বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ, কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স, মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন, মহাসচিব, বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোঃ আব্দুর রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ।
×