ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যালেপের বিদায়

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ আগস্ট ২০১৯

 হ্যালেপের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নিয়েছেন সিমোনা হ্যালেপ, এরিনা সাবালেঙ্কা এবং পেত্রা কেভিতোভা। তিন তারকার হারের দিনে জয় নিয়েই কোর্ট ছেড়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, কোকো গাফ এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকাকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছেন টেইলর টাউনসেন্ড। অথচ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১৬ নম্বরে অবস্থান তার। কিন্তু দ্বিতীয়পর্বে দারুণ খেলে হ্যালেপকে পরাজিত করেন তিনি। টাউনসেন্ড এদিন ২-৬, ৬-৩ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন চতুর্থ বাছাই হ্যালেপকে। রোমানিয়ান তারকাকে হারিয়ে আবেগাপ্লুত টাউনসেন্ড। পরের রাউন্ডে টেইলর টাউনসেন্ডের প্রতিপক্ষ আরেক রোমানিয়ান সোরানা চিরস্টিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও তিনি দুর্দান্ত কামব্যাক করেন স্প্যানিশ খেলোয়াড় এলিওনা বোলসোভার বিপক্ষে। শেষ পর্যন্ত চিরস্টিয়া ম্যাচটা জেতেন ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে। হ্যালেপের মতো এদিন অঘটনের শিকার হয়েছেন পেত্রা কেভিতোভাও। র‌্যাঙ্কিংয়ের ৮৮ নম্বরে থাকা আন্দ্রেয়া পেটকোভিচের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়ও। দ্বিতীয়পর্বের ম্যাচে পেটকোভিচ ৬-৪ এবং ৬-২ গেমে সরাসরি সেটে পরাজিত করেন ষষ্ঠ বাছাই কেভিতোভাকে। আরেক হাই-প্রোফাইল খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভার কাছে হেরেছেন তিনি। পুতিনসেভা এদিন ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে পরাজয়ের লজ্জা উপহার দেন টুর্নামেন্টের নবম বাছাই এরিনা সাবালেঙ্কাকে। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি, নাওমি ওসাকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা। গত বছর এই ইউএস ওপেন দিয়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি। এর পরের গল্পটা তো সবারই জানা। টানা দুই মেজর গ্র্যান্ডস্লামে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল। তবে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু ইউএস ওপেনে টানা দুই জয় তুলে নিয়েছেন ওসাকা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি মাগদা লিনেত্তির মুখোমুখি হয়েছিলেন।
×