ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

প্রকাশিত: ১১:৩৫, ৩০ আগস্ট ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। প্রত্যাবাসনকে কেন্দ্র করে রোহিঙ্গা শিবিরে কয়েক লাখ মানুষের পরিকল্পিত সমাবেশ ও তাদের দেয়া পাঁচ দফা পূরণ না হলে দেশে ফিরে না যাওয়ার সমগ্র ঘটনাকে অশনি সঙ্কেত বলে অভিহিত করেছে দলটি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়। পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সমাবেশের মূল ব্যক্তি বাংলাদেশের পাসপোর্টে মার্কিন দূতাবাসের উদ্যোগে প্রিয়া সাহার মতো একই সময়ে যুক্তরাষ্ট্র সফর করেছে বলে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। তাতে ইউএনএইচসিআর-এর সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। রোহিঙ্গা শিবিরে সম্প্রতি যে সমাবেশ অনুষ্ঠিত হয় সে ক্ষেত্রেও দেশী-বিদেশী এনজিও-র প্রত্যক্ষ সহযোগিতার কথাও জানা যায়। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন সরকার বিষয়টি জানত না। অথচ রোহিঙ্গা শিবিরে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তারা নিয়োজিত আছে। তাছাড়া রোহিঙ্গাদের উক্ত সমাবেশের পূর্বানুমতি ছিল বলে জানা যায়। এই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিয়ে জনমনে আশঙ্কা ও বিভ্রান্তি দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। রোহিঙ্গা শিবিরে দেশী-বিদেশী অস্ত্রের বিস্তার ও সন্ত্রাসী তৎপরতায়ও স্থানীয়রা গভীরভাবে উদ্বিগ্ন। শিবিরে খুনাখুনির ঘটনা ঘটছে, বিস্তার ঘটছে মাদকের। সম্প্রতি রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় যুবলীগ নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। এর বাইরে পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, শ্রমের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় স্থানীয় জনগণ চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর ফলে সংঘাত-সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয়দান বিশে^ বিশেষভাবে প্রশংসিত হয়েছে একথা উল্লেখ করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা সমাধানে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তাও বিশ^ কর্তৃক সমর্থিত হয়েছে।
×