ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট চট্টগ্রামে

ঢাকায় প্রস্তুত হচ্ছেন সাকিবরা, আবুধাবিতে রশীদরা

প্রকাশিত: ১২:৩৮, ২৯ আগস্ট ২০১৯

ঢাকায় প্রস্তুত হচ্ছেন সাকিবরা, আবুধাবিতে রশীদরা

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্টটি ৫ সেপ্টেম্বর শুরু হবে। আর মাত্র ৭ দিন বাকি আছে। টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই টেস্টকে সামনে রেখে সাকিব আল হাসানের বাংলাদেশ দল ঢাকায় এবং রশীদ খানের আফগানিস্তান দল আবুধাবিতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। শুরুতে কন্ডিশনিং ক্যাম্প ও ফিটনেস নিয়ে কাজ হলেও এখন স্কিল ট্রেইনিং শুরু হয়ে গেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রস্তুতি শুরু হয়ে গেছে। তা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আর আফগানিস্তান দলের হোম ভেন্যু ভারতের দেরাদুন হলেও এখন তারা আবুধাবিতেই প্রস্তুতি সারছে। বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে ৩৫ ক্রিকেটারকে রাখা হয়েছে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহীম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ, আবু হায়দার, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম রয়েছেন। যদিও সবাই ক্যাম্পে যোগ দিতে পারেননি। টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান শুরুতে যোগ দেননি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও যাননি তিনি। বিশ্রাম নিয়েছেন। এরপর যখন প্রস্তুতি ক্যাম্প শুরু হলো তখন যুক্তরাষ্ট্রে গেছেন। শনিবার ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এই ক্যাম্পে নেই তামিম ইকবাল। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিশ্রাম নিতে ছুটি চেয়েছেন। বিসিবিও ছুটি দিয়েছে। এ দুই ক্রিকেটার ছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ইমার্জিং ক্রিকেট সিরিজ খেলা নাজমুল, সাইফ, নাইম শেখ, ইয়াসির, আফিফ, আমিনুল ইসলাম, নাঈম হাসান, ইয়াসিন, শফিকুল, শহিদুলও ক্যাম্পে নেই। তবে বাকিরা ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এখন নতুন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর তত্ত্বাবধানে চলছে অনুশীলন। টেস্ট শুরুর কয়েকদিন আগে, এ মাসের শেষদিকে চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটারদের নিয়েই চলবে প্রস্তুতি ক্যাম্প। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩০ ও ৩১ আগস্ট দুইদিন প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরমধ্যে দল ঘোষণাও হবে। চূড়ান্ত দল ঘোষণা হওয়ার পর প্রস্তুতি ম্যাচটি শেষেই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তিন-চারদিন প্রস্তুতি নেয়ার পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তান দল এখন আবুধাবিতে প্রস্তুত হলেও শুক্রবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন আফগান ক্রিকেটাররা। রশীদ খানের নেতৃত্বে প্রথমবারের মতো টেস্ট খেলবে আফগানিস্তান। রশীদের টেস্ট অধিনায়কত্ব ক্যারিয়ারও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দিয়েই শুরু হবে। বিশ্বকাপের পর নতুনভাবে পথ চলতে চাচ্ছে আফগানিস্তান। আর তাতে করে টেস্ট দলে ব্যাপক পরিবর্তনও আনা হয়েছে। একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে রশীদ খান, আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, ইহসানউল্লাহ, ইকরাম আলী খিল, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবী, রহমত শাহ, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, ইবরাহিম জাদরান, জহির খান, সৈয়দ শিরজাদ, আফসার জাজাই, কাইস আহমেদ রয়েছেন। তরুণ ক্রিকেটারদের আধিক্য রেখে যেখানে বাংলাদেশ ভবিষ্যত পরিকল্পনা করে ক্যাম্প করছে, আফগানিস্তান টেস্ট দলেও রয়েছে তরুণের ছড়াছড়ি। টেস্টটির পর বাংলাদেশ ও জিম্বাবুইয়ের সঙ্গে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। তবে আফগানরা টেস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে। এর আগে দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে গত বছর ইনিংস ব্যবধানে হারের পর এ বছর মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই একটু ধাক্কা দেয়ার চেষ্টা করবে। আর তাই টেস্ট দল থেকে বাদ পড়েছেন সম্প্রতি বোর্ড থেকে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। জায়গা মেলেনি তারকা স্পিনার মুজিব উর রহমানেরও। তবে সাদা পোশাকে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার শাপুর জাদরান। তার পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার জহির খান, পেসার সৈয়দ শিরজাদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাই এবং আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কাইস আহমেদ ও ইবরাহিম জাদরান। বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেয়া গুলবাদিন নাইব টেস্ট স্কোয়াডে নেই। টেস্টে আফগানিস্তান নিজেদের প্রমাণ করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশও দীর্ঘদিন পর দেশের মাটিতে টেস্ট খেলতে নামবে। নয়মাস পর দেশের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গত বছর নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট খেলেছিল বাংলাদেশ, দেশের মাটিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেটি সর্বশেষ টেস্ট ছিল। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডে অবশ্য এ বছর মার্চেই টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই হিসেবে দেশের মাটিতে নয়মাস ও সবমিলিয়ে পাঁচ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশ দলের অনভ্যস্ততা থাকছে। তবে জুলাইয়ে ভারতের মিনি রঞ্জি ট্রফি খ্যাত থিমাপ্পাইয়া সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, মুমিনুল হক, এবাদত হোসেন, জহুরুল ইসলামরা। অসাধারণ খেলেছেন তারা। সেমিফাইনালেও খেলেন। তাই অনভ্যস্ততা পুরোপুরি থাকছে তা বলা যাচ্ছে না। দীর্ঘ পরিসরে খেলার মধ্যেও ছিলেন ক্রিকেটাররা। আবার জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা তো বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই টানা খেলার মধ্যে ছিলেন। তাই আফগানিস্তানকে হারানো যে খুব কঠিন কাজ হবে তা নয়। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটারদের একটু বুঝে নিলেই সহজভাবে জেতা সম্ভব। আফগানরা ভাল কিছু করে দেখাতে আবুধাবিতে প্রস্তুত হচ্ছেন। তবে আফগানদের হারাতে ঢাকায় প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটাররা।
×