ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা মামলা

তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দী শেষ

প্রকাশিত: ১১:১৫, ২৯ আগস্ট ২০১৯

তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দী শেষ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৮ আগস্ট ॥ ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে বুধবার বহুল আলোচিত সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহ আলমের জবানবন্দী ২য় দিন আংশিক শেষ হয়েছে। আদালত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করে। মামলা শুরু হলে আসামি কামরুন নাহার মনির আইনজীবী আদালতে আবেদন করেন, মনি ৯ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় মনিকে জামিন দেয়ার প্রার্থনা করেন তিনি। বিচারক বলেন, কোন আসামির জামিনের আবেদন করতে হবে না। কারণ মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এ জন্য কামরুন নাহার মনিকে সব ধরনের চিকিৎসা সহযোগিতা দিয়ে আদালতে আনা-নেয়ার আদেশ দেন। আসামি পক্ষের ঢাকা থেকে আসা আইনজীবী ফারুখ আহমেদ জেরায় তদন্তকারী কর্মকর্তার জমা দেয়া অভিযোগপত্রসহ বিভিন্ন কাগজের ওপর জেরা করেন। বিচার শুরুর ৪০ কার্যদিবসে ৯১ সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে মামলার সব শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তার জেরা চলছে। আসামি পক্ষের আইনজীবীর জেরা আগামী ৩/৪ কার্যদিবস চলতে পারে। মামলার অভিযোগ পত্রে ৯২ সাক্ষীর নাম উল্লেখ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই। গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাতকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
×