ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশিত: ০৯:৩২, ২৯ আগস্ট ২০১৯

মাদারীপুরে বালু উত্তোলন বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ আগস্ট ॥ রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ি ফিডার সড়কের গোয়ালবাথান গ্রামের কুমার নদের পাড়ের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বুধবার সকাল ৯টার দিকে মানববন্ধন করেছে। এ সময় কাছেই বালু ব্যবসায়ীরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। জনরোষের ভয়ে ও পরিস্থিতি বেগতিক দেখে ব্যবসায়ীরা ড্রেজার ও ট্যাঙ্কার কার্গোসহ দ্রুত সটকে পড়ে। এলাকাবাসী জানায়, নানা অজুহাতে অপরিকল্পিতভাবে অবৈধ এবং অবাধে বালু উত্তোলন ও ট্রলার চলাচলে ঢেউয়ের আঘাতে ভাঙছে কুমার নদের পাড়, গৃহহারা হয়ে দিশাহীন নদী পাড়ের মানুষ। এ বছর বর্ষা মৌসুমে ইতোমধ্যেই ৫ গ্রামের ২৫/৩০ বাড়ি ভেঙ্গে নদীগর্ভে চলে গেছে। মসজিদসহ আরও শতাধিক বাড়ি রয়েছে ঝুঁকির মুখে। এ ছাড়াও প্রায় দুইশত পরিবার বাড়ি-ঘর হারানোর শঙ্কা নিয়ে বসবাস করছে। ইতোমধ্যে কয়েকশত পরিবার বাড়ি ঘর হারিয়ে অন্যত্র চলে গেছে। ভাঙ্গন রোধ করা না গেলে টেকেরহাট-কালীবাড়ি ফিডার সড়কের আরও আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। নদী ভাঙতে ভাঙতে সড়কের ৪/৬ ফুটের মধ্যে চলে এসেছে। মানববন্ধন চলাকালে এলাকার নরেশ বালা, আহাদ আলী মুন্সী, জাহাঙ্গীর মাতুব্বরসহ ক্ষতিগ্রস্তরা বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের বাড়ি-ঘর জমিজমা নদীরগর্ভে বিলীন হয়ে গেছে।’
×