ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:২২, ২৮ আগস্ট ২০১৯

নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ধীরে ধীরে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু রোগ ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে নানা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে সরকার। নতুন আক্রান্তের তুলনায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেশি রাখার পেছনে চিকিৎসক, নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রশংসার দাবি রাখে। হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর হার ইতোমধ্যে ৯২ শতাংশে পৌঁছেছে। শোক দিবস উপলক্ষে মঙ্গলবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) শাখা আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাচিপ, এনআইসিভিডি শাখা আহ্বায়ক ডাঃ কাজল কুমার কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন স্বাচিপ, এনআইসিভিডি শাখার সদস্য সচিব ডাঃ পীযুষ বিশ্বাস।
×