ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় হত্যা লুণ্ঠনের একমাত্র আসামি মুসার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১:১৭, ২৮ আগস্ট ২০১৯

পুঠিয়ায় হত্যা লুণ্ঠনের একমাত্র আসামি মুসার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজশাহীর পুঠিয়ায় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একমাত্র আসামি মোঃ আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৭৪ পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনাল বলেছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই তাকে দেয়া হয়েছে মৃত্যুদ-। আসামি যে ধরনের অপরাধ করেছে তাতে তাকে ‘এনিমি অব দ্য অল হিউম্যান রাইটস’ হিসেবে বর্ণনা করা হয়। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ দিয়েছে। এটি ট্রাইব্যুনালের ৩৯তম রায়। রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট মামলার প্রসিকিউটর হৃষিকেশ সাহা ও প্রসিকিউটর জাহিদ ইমামসহ অন্য প্রসিকিউটর ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। রায় ঘোষণার পর প্রসিকিউটর জাহিদ ইমাম বলেছেন, আসামি যে অপরাধ করেছে, সন্দেহাতীতভাবে সেসব অপরাধ আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ে আমরা সন্তুষ্ট। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেছেন, তারা এ রায়ে খুশি হতে পারেননি। তারা ট্রাইব্যুনালের এ রায়ের রিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপীল করবেন। রায়ে ট্রাইব্যুনাল আরও বলেছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামি অপরাধ সংগঠনের সময় এতটাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, মৃত্যুদ-ের চাইতে বেশি কোন শাস্তি থাকলে সেটিই তার জন্য প্রযোজ্য হতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। গাইবান্ধার রঞ্জু মিয়াসহ পাঁচ রাজাকারের মামলাটি সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। ২১ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার রঞ্জু মিয়াসহ পাঁচ রাজাকারের মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছে ট্রাইব্যুনাল। এদিকে রাজশাহীর পুঠিয়ার আব্দুস সামাদের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩৯তম রায়। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত ৩৯টি মামলায় মৃত্যুদ- প্রদান করেছে ৬১ জনকে। আমৃত্যু কারাদ- প্রদান করা হয়েছে ২৪ জনকে। আর একজনকে যাবজ্জীবন করাদ- প্রদান, একজনকে ৯০ বছরের দ- একজনকে ২০ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। ট্রাইব্যুনালের দ-ের বিরুদ্ধে আপীল বিভাগে ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে ৬জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। আর একজনকে আমৃত্যু কারাদ- প্রদান করা হয়েছে। আপীলে মামলা থাকা অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আপীল বিভাগে ২৯টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত আলবদর কমান্ডার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আপীলের মামলার রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় প্রদান করা হবে। ২০১৯ সালের ৪ জুলাই থেকে যুক্তিতর্ক শুরু হয়। আর যুক্তিতর্ক শেষ হয় চলতি বছরের ৮ জুলাই। রায় ঘোষণার জন্য ৮ জুলাই সিএভি রাখা হয়।
×